বরিশাল
বরিশালে দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন
বরিশালে বাবা ছেলেদের বিরুদ্ধে তিন ওয়ার্ডের বাসিন্দারা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। শনিবার (১৬ আগস্ট) বিকেলে নগরীর বটতলা মোড়ে হরিজন সম্প্রদায় ও স্থানীয়রা এ কর্মসূচি পালন করে।
মানববন্ধনে অভিযোগ করা হয়, কসাই সোহেল, তার ছেলে সাকিব ওরফে সূর্য ও স্টাইলিংসহ সহযোগীরা দীর্ঘদিন ধরে এলাকায় ধর্ষণ, চাঁদাবাজি, সন্ত্রাস, মাদক ব্যবসা ও সংখ্যালঘু নির্যাতনসহ বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছে। তাদের কারণে বরিশাল সিটির ১৫, ১৬ ও ১৮ নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষ আতঙ্কে দিনযাপন করছে এবং মন্দির ও নিরীহ এলাকাবাসী নিরাপত্তাহীনতায় ভুগছে।
এলাকাবাসীর দাবি, দুষ্কৃতিকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একইসঙ্গে তারা প্রশাসনের কাছে নিরাপত্তা ও শান্তিপূর্ণ জীবনযাপনের নিশ্চয়তা কামনা করেছেন।
মানববন্ধনে অংশ নেওয়া একাধিক ভুক্তভোগী জানান, দীর্ঘদিন ধরে তারা প্রশাসনের কাছে অভিযোগ জানালেও কোনো প্রতিকার পাননি। দ্রুত ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তারা।