পটুয়াখালী
পটুয়াখালীতে একসঙ্গে ৩ সন্তানের জন্ম, অর্থ সংকটে দুশ্চিন্তায় বাবা-মা
পটুয়াখালীর সদরে গৃহবধূ ফাহিমা আক্তার একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন। এরমধ্যে দুটি কন্যা আর একটি পুত্র সন্তান। ফাহিমা আক্তার পটুয়াখালীর মায়া ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে ৬ জুলাই ওই তিন সন্তানের জন্ম দেন। বর্তমানে মা ও তিন নবজাতক পটুয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন।
ওই শিশুদের বাবা আব্দুর রহমান উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের দক্ষিণ আউলিয়াপুর গ্রামের বাসিন্দা।
তবে ওই শিশুদের বাবা জানান, জন্মের খবরে প্রথমে পরিবারের সবাই খুশি হলেও ধীরে ধীরে সেই খুশি ম্লান হতে বসেছে। অর্থ সংকটে হাসপাতালের খরচ, মায়ের ওষুধ আর নবজাতকদের খাবার যোগান দিতে পারছেন না বাবা আব্দুর রহমান হাওলাদার। দুশ্চিন্তায় পড়েছেন তিনি।
আব্দুর রহমান জানান, তিনি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। কাজ করেন একটি প্যাকেজিং কোম্পানিতে। মাসিক আয় মাত্র ১৫-১৬ হাজার টাকা। এই আয়েই চলে স্ত্রী, সন্তান ও তার বাবার সংসার।
তিনি আরও জানান, সিজারিয়ানের খরচ বাবদ ৩০ হাজার টাকা এবং হাসপাতালে চিকিৎসা ও ওষুধপত্র বাবদ আরও প্রায় ২০ হাজার টাকার প্রয়োজন হয়েছে। কিন্তু অল্প আয়ের কারণে আব্দুর রহমানের পক্ষে এই ব্যয় বহন করা অসম্ভব হয়ে পড়েছে। ফলে মানবিক বিবেচনায় সাহায্যের হাত বাড়ানোর জন্য সমাজের হৃদয়বান মানুষের প্রতি আবেদন জানিয়েছেন তিনি।