বরিশাল
স্বাস্থ্য মহাপরিচালকের উস্কানিমূলক বক্তব্যের পর শিক্ষার্থীদের ওপর হামলা হয়েছে : রনি
নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরে সংবাদ সম্মেলন করেছেন মূখ্য সমন্বয়কারী মহিউদ্দিন রনি।
আজ শনিবার (১৬ আগষ্ট) দুপুর ১২টায় বরিশাল নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সংবাদ সম্মেলনে তিনি জানান, শের-ই বাংলা মেডিকেল কলেজসহ সারা দেশে স্বাস্থ্য খাতের সংস্কারের দাবিতে শিক্ষক, শিক্ষার্থী, শ্রমিক, অভিভাবকসহ সর্বস্তরের মানুষ আন্দোলনে সম্পৃক্ত রয়েছে। গত ২০ দিন ধরে শিক্ষার্থীদের নেতৃত্বে এ আন্দোলন চলমান থাকলেও আন্দোলনকারীরা নানা অনাকাঙ্ক্ষিত হামলার শিকার হয়েছে।
রনি অভিযোগ করেন, শান্তিপূর্ণভাবে অনশন কর্মসূচি পালনকারী শিক্ষার্থীদের ওপর প্রশাসন-সমর্থিত একটি চক্র বারবার হামলা চালিয়েছে। এমনকি স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদেরও রেহাই দেয়নি।
তিনি দাবি করেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরিশালে এসে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার পরই হাসপাতাল পরিচালকের সংশ্লিষ্টতায় শিক্ষার্থীদের ওপর ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটে। হামলার পর সংশ্লিষ্টরা রাতেই উল্লাস করে ‘খিচুড়ি পার্টি’ ও ১৫ আগস্ট উপলক্ষে কাঙালী ভোজের আয়োজন করে—যা শহরের মানুষ গভীর দুঃখ ও ক্ষোভের সঙ্গে প্রত্যক্ষ করেছে।
রনি আরো বলেন, ছাত্র আন্দোলন বন্ধ হয়ে গেছে— এমন অপপ্রচার চালানো হলেও বাস্তবে আন্দোলন অব্যাহত রয়েছে এবং চলমান থাকবে।
সংবাদ সম্মেলনে আগামীকাল (রবিবার) সকাল ১১টায় টাউন হল চত্বর থেকে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল বের করার ঘোষণা দেওয়া হয়। এতে সর্বস্তরের জনগণকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।
আন্দোলনের পক্ষ থেকে জানানো হয়- স্বাস্থ্যখাতে ভয়াবহ সিন্ডিকেট ও দালাল চক্র ভেঙে না দেওয়া পর্যন্ত এবং দালালমুক্ত স্বাস্থ্য ব্যবস্থা প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।



