ভোলা
ভোলায় ট্রাকচাপায় মোটরসাইকেলচালক নিহত
ভোলায় ট্রাকচাপায় মো. ইউছুফ হোসেন (২৬) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের বাংলাবাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। বাংলাবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মো. জামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
নিহত ইউছুফ ভোলা সদর উপজেলার উত্তর দীঘলদি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের রুহুল আমিনের ছেলে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে বাংলাবাজার থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন ইউসুফ। এ সময় মোটরসাইকেলের পেছনের ছিটে আরও এক আরোহী ছিলেন। তাঁরা বিশ্বাসবাড়ী এলাকায় পৌঁছালে রাত সাড়ে ৯টার দিকে ভোলা সদর থেকে চরফ্যাশনগামী দ্রুতগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ইউছুফের মৃত্যু হয়। অপরজন আহত হন।
এসআই মো. জামাল হোসেন আজ শুক্রবার সকালে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। পরিবারের আপত্তির কারণে ময়নাতদন্ত ছাড়াই রাত প্রায় দেড়টার দিকে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।