পটুয়াখালী
পায়রা সেতুতে এখনো টোল আদায় করছেন সাবেক আইনমন্ত্রীর কর্মীরা!
পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর দুমকিতে মেয়াদ শেষ হলেও পায়রা সেতুতে টোল আদায় চালিয়ে যাচ্ছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের পারিবারিক প্রতিষ্ঠান সিএনএস কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেমের কর্মীরা। গত ৩১ জুলাই মেয়াদ শেষ হলেও তাদের বহাল তবিয়তে রাখায় নতুন ঠিকাদারেরা টোল প্লাজায় যাওয়া নিয়ে শঙ্কায় রয়েছেন।
অভিযোগ রয়েছে, পায়রা সেতুতে প্রতিদিন ৬-৭ লাখ টাকা টোল আদায় হলেও সড়ক ও জনপদ (সওজ) অফিসে নামে মাত্র অর্থ জমা দেওয়া হত। স্থানীয় সূত্রে জানা যায়, সওজের এক প্রকৌশলীর সহযোগিতায় পূর্বের ঠিকাদারের লোকজন এখনো এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে। টোল প্লাজায় প্রজেক্ট ম্যানেজার মাইনুল, অ্যাডমিন অফিসার সোহেল, অ্যাকাউন্টেন্ট খায়ের ও মাসুদসহ একাধিক কর্মী টোল আদায় চালিয়ে যাচ্ছেন।
আগেও টোল আদায় নিয়ে সংঘর্ষ, অতিরিক্ত টাকা নেওয়া ও অর্থ লুটপাটের অভিযোগ রয়েছে। ২০২২ সালের শেষ দিকে সাবেক এমপি কাজী কানিজ সুলতানা হেলেনের পরিবারের সঙ্গে বাকবিতন্ডা ও মারামারির ঘটনা ঘটে।
এ বিষয়ে সওজের নির্বাহী প্রকৌশলী মো. জামিল হোসেন জানান, সিএনএস সিস্টেম বাদ দিয়ে এখন আরএইচডির নিজস্ব সফটওয়্যারে টোল আদায় হচ্ছে। তবে পুরনো কর্মীরা বদল হয়েছে কিনা তা তিনি নিশ্চিত নন।
১ হাজার ৪০০কোটি টাকা ব্যয়ে নির্মিত ১ হাজার ১৭০ মিটার দীর্ঘ ও ১৯ দশমিক ৭৬ মিটার প্রস্থের পায়রা সেতু ২০২১ সালের ২৪ অক্টোবর উদ্বোধন করা হয়।