উজিরপুর
উজিরপুরে গলায় ফাঁস দিয়ে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা
বরিশাল জেলার উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের কমলাপুর গ্রামে প্রবাসীর স্ত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (২১ জুলাই) গভীর রাতে উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের কমলাপুর গ্রামের প্রবাসী কাশেম মিয়ার স্ত্রী মীম আক্তার (২৮) (ভাড়া বাসা) বসতঘরের আড়ার সাথে গলায় গামছা প্যাচিয়ে আত্মহত্যা করেছে।
সূত্রে জানা যায়- প্রবাসীর স্ত্রী মীম আক্তার এক সন্তানের জননী। সকালে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। স্থানীয় সুত্রে জানা যায় প্রবাসীর স্ত্রী মীম আক্তারের সাথে তার শশুর, শাশুড়ি ও ননদের সাথে দীর্ঘদিন ধরে ঝগড়া বিবাদ চলে আসছিল। এছাড়া তার স্বামী বিদেশ থাকায় ভাড়া বাসায় থাকতো। স্থানীয়দের দাবি- শ্বশুর বাড়ির লোকজন বারবার মানসিকভাবে তাকে নির্যাতন করতো। এ কারনেই আত্মহত্যা করতে পারে।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ জানান- রহস্যজনক হওয়ায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরণ করা হয়েছে এবং থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।’’