পটুয়াখালী
মির্জাগঞ্জে তানিয়া হত্যা মামলায় স্বামীসহ গ্রেপ্তার ৩
পটুয়াখালীর মির্জাগঞ্জে তানিয়া বেগম (৩৫) নামে গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনায় অবশেষে ২ দিন পরে থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহতের স্বামী উপজেলার মনোহরখালী গ্রামের মাহবুব ফকিরসহ ৩ জনকে গ্রেফতার করে সোমবার (২১ জুলাই) দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
গ্রেফতার অন্যরা হলেন, মতিউর রহমান এবং আরিফ হাওলাদার। নিহতের মা জাহানারা বেগম বাদী হয়ে এই হত্যা মামলা দায়ের করেন।
থানা সূত্রে জানা যায়, গত শনিবার সন্ধ্যার আগে স্বামী মাহবুবসহ ২ থেকে ৩ জনে মিলে তানিয়াকে মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করে এবং গলার বাম পাশে কালো দাগ দেখে পুলিশে খবর দেন। স্ত্রীর মৃত্যুর খবর শোনার সাথে সাথে স্বামী ও সহযোগীর লাশ ফেলে হাসপাতাল থেকে পালিয়ে যায়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠান।
মৃত তানিয়া বেগম খুলনা জেলার সদর উপজেলার হাজী মহসিন রোড় আবু খান লেন-সড়কের আতিক মল্লিকের মেয়ে। তানিয়া ও মাহাবুব দম্পতির সংসারে ১৮ বছরের একটি ছেলে এবং একটি ১১ বছরের কন্যাসন্তান রয়েছে।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম সাংবাদিকদের বলেন, নিহত তানিয়া বেগমের স্বামীসহ তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তে হত্যাকান্ডের মূল রহস্য উদঘাটিত হবে।’