ভোলা
ভোলায় র্যাবের বিশেষ অভিযানে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার
ভোলার লালমোহন উপজেলায় শিশু ধর্ষণের ঘটনার প্রধান আসামী মো. জালালকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ বুধবার (২১ জানুয়ারি) সকালে র্যাব-৮ ভোলা ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট রিফাত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার ভোর রাতে লালমোহন ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জালাল উপজেলার চরভুতা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের তারাগঞ্জ এলাকার আলী হোসেন মাতাব্বরের ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, রাতে র্যাব-৮ বরিশালের অধীনে ভোলা ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ভোলার লালমোহন উপজেলায় একটি অভিযান চালায়। এসময় লালমোহনের চাঞ্চল্যকর শিশু ধর্ষণ মামলার প্রধান পলাতক আসামি মো. জালালকে গ্রেপ্তার করা হয়।
র্যাব আরো জানায়, ঘটনার পর থেকেই র্যাব সদস্যরা আসামিকে গ্রেপ্তারের জন্য গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে করতে সক্ষম হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে লালমোহন থানায় হস্তান্তর করা হয়েছে।


