উজিরপুর
উজিরপুরে ইউপি চেয়ারম্যান শহিদুল ডিবি পুলিশের হাতে গ্রেফতার
বরিশাল জেলার উজিরপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম মৃধাকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় তাকে ডেবিল হান্ট অভিযানে গ্রেফতার করা
সূত্রে জানা যায়- সোমবার সন্ধ্যায় উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগের চেয়ারম্যান শহিদুল ইসলাম মৃধাকে ডেবিল হান্ট অভিযানে ডিবি পুলিশ গ্রেফতার করে উজিরপুর মডেল থানায় সোপর্দ করেছে।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুল ইসলাম জানান- সন্ধ্যায় তাকে ডিবি পুলিশ গ্রেফতার করে উজিরপুর মডেল থানায় সোপর্দ করে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।’



