বরিশাল
বিভাগীয় পর্যায়ে বরিশালে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক স্টেকহোল্ডার কর্মশালা
বরিশালে বিভাগীয় পর্যায়ে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক স্টেকহোল্ডার কর্মশালায় সরকার প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে বলে জানিয়ে এসব কর্মসূচির কার্যক্রম এগিয়ে নিতে সরকারের সাথে বেসরকারি উন্নয়ন সংস্থাও কাজ করছে। তৃণমূল পর্যায়ে মানুষের ভাগ্য পরিবর্তনে এসব কার্যক্রমকে আরও বেগবান করার ওপর গুরুত্বারোপ করে স্বাস্থ্য বিষয়ক যে-কোনো প্রকল্প এগিয়ে নিতে স্বাস্থ্য বিভাগের সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে বলে কর্মশালার প্রধান অতিথি, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল জানান।
কর্মশালায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে এসডিএফ’র কার্যক্রমের প্রশংসা করে সামাজিক উন্নয়নে প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। এরমধ্যে স্বাস্থ্য খাত অন্যতম। স্বাস্থ্য বিভাগ ও নিউট্রিশান অঙ্গা-অঙ্গিকভাবে জড়িত বলে মন্তব্য করে বিভাগীয় পরিচালক- স্বাস্থ্য জানান, জনস্বাস্থ্য নিশ্চিত করতে এই দুই খাতের মধ্যে কাজের নিবিড় সমন্বয় জরুরি। সমন্বিত পরিকল্পনার মাধ্যমে সঠিক পুষ্টিসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে পারলে একটি সুস্থ ও সবল জাতি গঠন করা সহজ হবে বলেও মনে করেন তিনি।
উল্লেখ্য, রেজিলিয়েন্স, এন্ট্রাপ্রেনিয়রশীপ অ্যান্ড লাইভলিহুড ইমপ্রভমেন্ট (আরইএলআই) প্রকল্পের আওতায় ২০টি জেলার পিছিয়ে পড়া ৬৮ টি উপজেলার ১২৮ টি ক্লাস্টারের আওতাধীন ৩,২০০টি গ্রামে দরিদ্র ও অতিদরিদ্র পরিবারের জীবনমান উন্নয়ন, সহনশীলতা বৃদ্ধি এবং উদ্যোক্তাদের সহায়তাকরণে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে এসডিএফ। এরই ধারাবাহিকতায় বরিশাল অঞ্চলের বরিশাল, পটুয়াখালী ও পিরোজপুর জেলার ১১ টি উপজেলায় সাড়ে ৫শ গ্রামে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে পিছিয়ে পড়া দরিদ্র ও অতিদরিদ্র জনগোষ্ঠীর জন্য বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে। এপর্যন্ত বরিশাল অঞ্চলে ৩ সহস্রাধিক মানুষকে মাতৃত্বকালীন ভাতা এবং ২৮৫ জনকে সিজারিয়ান ভাতা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে প্রদান করা হয়েছে বলেও কর্মশালায় জানান হয়।
এসডিএফ বরিশাল অঞ্চলের আঞ্চলিক পরিচালক মোহাম্মদ কামাল বাশার এর সভাপতিত্বে এ কর্মশালায় সমাজসেবা অধিদপ্তরের বিভাগীয় পরিচালক শাহ মোঃ রফিকুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ এস.এম মনজুর-এ-এলাহী সহ পটুয়াখালী ও পিরোজপুর জেলার স্বাস্থ্য, সমাজসেবা, কৃষি সম্প্রসারণ, জেনারেল হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।
কর্মশালায় প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য এবং অগ্রগতি নিয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন এসডিএফ’র আঞ্চলিক ব্যবস্থাপক (স্বাস্থ্য ও পুষ্টি) ডা. মুক্তপাশা।


