বরিশাল
বরিশাল বিসিকের নিরাপত্তা রক্ষায় আলোচনা সভা, বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা
নিজস্ব প্রতিবেদক : বরিশাল বিসিক শিল্প নগরীর কলকারখানা ও শ্রমিকদের জানমাল রক্ষার্থে বিসিক শিল্প নগরীর স্থায়ী কার্যালয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশ ও ব্যাবসায়ীদের সাথে একটি জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিসিকের উপ- মহাব্যাবস্থাপক নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) রিয়াজুল ইসলাম (পিপিএম) এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিক মালিক সমিতির সভাপতি আলমগীর হোসেন আলম।
সভায় বিসিক শিল্প নগরীতে অবস্থিত কলকারখানায় সংঘটিত চুরি প্রতিরোধ ও শিল্প এলাকায় বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা সহ নিচ্ছিদ্র নিরাপত্তা রক্ষার্থে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও স্থায়ী পুলিশ ক্যাম্প প্রতিষ্ঠার বিষয়ে বিশদ আলোচনা করা হয়।
এ সময়ে সভায় আরও উপস্থিত ছিলেন কাউনিয়া থানার সহকারী পুলিশ কমিশনার পবিত্র কুমার মন্ডল, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম, ওসি তদন্ত কামাল হোসেন, বিসিক বিটের দায়িত্বশীল এসআই আশরাফুল ইসলামসহ বিসিকের কল-কারখানার মালিক ও প্রতিনিধিবৃন্দ।



