পটুয়াখালী
পটুয়াখালীতে দুর্বৃত্তের আগুনে পুড়ল বিএনপি কার্যালয়
পটুয়াখালীর বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়ন বিএনপির কার্যালয়ে গভীর রাতে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (১৪ জানুয়ারি) রাতের কোনো এক সময় মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন চন্দ্রদ্বীপ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চর মিয়াজান বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও বিএনপি দলীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে মোটরসাইকেলের শব্দ শোনার কিছুক্ষণ পর ইউনিয়ন বিএনপির মূল কার্যালয়ে আগুন জ্বলতে দেখা যায়। পরে ডাকচিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে আগুন নেভাতে সক্ষম হন। আগুনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ও ছবিসংবলিত ব্যানার পুড়ে যায়। এ ছাড়া টেবিল-চেয়ারসহ কার্যালয়ের বিভিন্ন আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়।
চন্দ্রদ্বীপ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. বেল্লাল ব্যাপারী জানান, বুধবার রাত ১২টার দিকে ওই এলাকার বাসিন্দা ও জিয়া পরিষদের সভাপতি তৈয়ব আলী মোবাইল ফোনে তাকে দলীয় কার্যালয়ে আগুন দেওয়ার বিষয়টি জানান।
তিনি বলেন, আগের দিন উপজেলায় একটি রাজনৈতিক বিষয় নিয়ে মারামারি সংক্রান্ত মামলার অভিযোগে সাংবাদিক সম্মেলন করা হয়েছিল। সেই ঘটনার জের ধরে দুর্বৃত্তরা এই অগ্নিসংযোগ ঘটাতে পারে বলে তারা ধারণা করছেন।
বেল্লাল ব্যাপারী আরও বলেন, জামায়াত এক সময় আমাদের সাথে জোটবদ্ধ রাজনীতি করেছে। আসলে তাদের সাথে আমাদের কোনো বিরোধ নেই। কিন্তু এই চন্দ্রদ্বীপ এলাকায় ফ্যাসিস্ট সরকার আমলের আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসীদের তাদের দলে আশ্রয় দেওয়া হয়েছে। নির্বাচন সামনে রেখে তারা এখন নানা ধরনের অপকর্মে লিপ্ত হচ্ছে। বিএনপির কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনাও তারই অংশ।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে গেছে এবং বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



