পটুয়াখালী
বাউফলে কৃষকলীগের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার
বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির কার্যকরী পরিষদের সদস্য এসএম ইউসুফ দফাদারকে (৬৫) গ্রেফতার করেছে বাউফল থানা পুলিশ। বুধবার (৬ আগস্ট) দুপুর পৌনে ১২ টায় পৌর শহরের গোলাবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।এসএম ইউসুফ দফাদার বাউফল উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও পটুয়াখালী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন। বর্তমান পৌর আওয়ামীলীগের সদস্য।
মঙ্গলবার (৫ আগস্ট) বেলা ১১ টায় জুলাই বিপ্লবে বর্ষপূর্তি উপলক্ষে ইসলামী আন্দোলনের গণ মিছিলে সামনের সারিতে থেকে নেতৃত্ব দেন। যা গোটা শহরে সমালোচনার জন্ম দেয়।
এরপরই প্রশাসন নাড়েচড়ে বসেন। গ্রেফতারের বিষয়টি স্বীকার করে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আকতারুজ্জামান সরকার বলেন, তাকে ডেভিলহান্ডের অভিযানে আটক করে বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।