পিরোজপুর
নেছারাবাদে বউগাড়ির ধাক্কায় বৃদ্ধ নিহত
পিরোজপুরের নেছারাবাদে স্বরূপকাঠি-বরিশাল মহাসড়কের কুনিয়ারি সড়কে একটি দ্রুতগতির বউগাড়ির ধাক্কায় মো. আব্দুল মান্নান হাওলাদার (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার দুপুরে কুনিয়ারি গ্রামের নিজ বাড়ির সামনে তিনি নিহত হন। নিহত মান্নান হাওলাদার ওই গ্রামের মৃত আসমান আলী হাওলাদারের ছেলে। এ ঘটনায় স্থানীয়রা ওই গাড়িসহ চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে মান্নান মিয়া বাজারে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে রাস্তায় ওঠেন। এমন সময় পেছন থেকে দ্রুতগতির একটি বউগাড়ি এসে তাঁকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তিনি রাস্তায় লুটিয়ে পড়েন। হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বনি আমিন বলেন, `আমি একটু বাইরে আছি। দুর্ঘটনায় অভিযুক্ত চালককে তাঁর গাড়িসহ থানায় নিয়ে আসা হয়েছে। আইনি পদক্ষেপ চলমান।’