দুমকী
ডেভিল হান্ট ফেজ-২, দুমকিতে কৃষকলীগ নেতা গ্রেপ্তার
পটুয়াখালীর দুমকিতে ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে উপজেলা কৃষকলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১২ জানুয়ারি) বেলা দেড়টার দিকে পিরতলা বাজার থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তি হলেন- পিরতলা বাজারের সুবর্ণা জুয়েলার্সের মালিক ও উপজেলা কৃষকলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক উজ্জল কুমার দাস (৪৫)।
দুমকি থানার এসআই নুরুজ্জামান তাকে নিজ ব্যবসাপ্রতিষ্ঠান থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যান।
দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম উদ্দিন জানান, উপজেলা বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।


