বরিশাল
বরিশালের মেঘনায় ট্রলারডুবি, চার জেলে নিখোঁজ
মেঘনা নদীর বরিশালের মেহেন্দিগঞ্জ ও হিজলা উপজেলার মধ্যবর্তী স্থানে একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। জেলেদের ট্রলারে থাকা পাঁচজনের মধ্যে একজন প্রাণে বেঁচে ফিরলেও বাকি চারজনের এখনো কোনো সন্ধান মেলেনি।
নিখোঁজ জেলেরা হলেন মেহেন্দিগঞ্জ উপজেলার পালপাড়া গ্রামের শাহীন মীর (১৭), আরিফ হোসেন (১৯), শাহীন (১৭) ও নয়ন (১৯)।
গতকাল দুপুরে ঘটনার প্রত্যক্ষদর্শী জেলে ধুলখোলা ইউনিয়নের পালপাড়া গ্রামের শামিম হোসেন (২৫) জানান, তিনিসহ ওই পাঁচ জেলে একটি ট্রলারে করে মাছ ধরতে যান। রাতে নদীতে জাল পেতে রেখে ট্রলার নোঙর করে তারা ঘুমিয়ে পড়েন। ভোরে ধাক্কা ও বিকট শব্দে ঘুম ভাঙে। মুহূর্তেই ট্রলারটি উল্টে গিয়ে তারা সবাই নদীতে ছিটকে পড়েন। পাঁচজনই সাঁতরে তীরে ওঠার চেষ্টা করলেও তিনি ছাড়া অন্য কোনো জেলে তীরে পৌঁছতে পারেননি। হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়নের বাথুয়ারচরসংলগ্ন মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।
শামিম বলেন, ‘ধারণা করছি, কোনো লঞ্চের ধাক্কায় ট্রলারটি ডুবে গেছে। তবে নিশ্চিতভাবে দুর্ঘটনার কারণ বলতে পারছি না।’
স্থানীয় বাসিন্দা হারুন-অর রশিদ মৃধা জানান, রাতেই একজনকে উদ্ধার করা সম্ভব হলেও চার জেলের কোনো খোঁজ পাওয়া যায়নি।
নৌ-পুলিশের কালীগঞ্জ স্টেশনের ইনচার্জ মো. এনামুল হক বলেন, ‘খবর পেয়ে নিখোঁজ জেলেদের সন্ধানে উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। হিজলার ইউএনও মো. ইলিয়াস সিকদার জানিয়েছেন, নৌ-পুলিশকে নিখোঁজ জেলেদের উদ্ধারে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।


