বরিশাল
চরমোনাইতে সাকিব হত্যা মামলার পলাতক আসামী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক : বরিশাল সদর উপজেলার চরমোনাইতে সাকিব খান (১৫) হত্যার মামলার পলাতক আসামী মোঃ জাকির মিরাকে (৩৫) গ্রেপ্তার করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ। গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুর ১২ টার দিকে চরমোনাই ইউনিয়নের রাজারচর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে পাঠানো নির্দেশ দেন।
গ্রেপ্তার মোঃ জাকির মিরা ওই গ্রামের মৃত আবুল মিরার ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন উল ইসলাম। তিনি বলেন- ২০২১ সালের ৩ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে কোতয়ালী মডেল থানাধীন রাজারচর গ্রামে সুপারি চুরি করাকে কেন্দ্র সাকিব খান নামের এক কিশোরকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে মোঃ জাকির মিরা। ঘটনার পরপরই এলাকাবাসী নিহত সাকিবের বন্ধু রমজানকে ধরে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়- রমজান ও সাকিব একত্রে সুপারি পারার সময় জাকির এসে সাকিবকে পিটিয়ে হত্যা করেছে। এ ঘটনায় ৫ অক্টোবর থানায় একটি হত্যা মামলা দায়ে করা হয়। ঘটনার পর থেকেই আসামী জাকির হোসেন পলাতক ছিলেন। এদিকে ২০২৪ সালের ৫ আগষ্ট সরকার পতনের পর জাকির পুনরায় এলাকায় এসে শতর্কতার সাথে চলাফেরা শুরু করেন। ৮ জানুয়ারি দুপুর ১২ টার দিকে চরমোনাই ইউনিয়নের রাজারচর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে পাঠানো নির্দেশ দেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়- ২০২১ সালের ৩ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে চরমোনাই ইউনিয়নের রাজারচর গ্রামের রমজান হাওলাদার ও সাকিব খান দুই বন্ধু মিলে রমজানের ভ্যান গাড়িতে এলাকায় ভ্রমণ করে। পরে ওই গ্রামের মোঃ আলাউদ্দিনের লিজ নেয়া সুপারিসহ অন্যান্য গাছের বাগানে গিয়ে রমজান আলী ও সাকিব খান সুপারি পারছিল।এ সময় জাকির হোসেন গিয়ে লাঠি দিয়ে পিটিয়ে সাকিবকে হত্যা করে। ঘটনার পরই এলাকাবাসী রমজানকে ধরে জিজ্ঞাসাবাদ করলে রমজান জানায়- রমজান ও সাকিব একত্রে সুপারি পারার সময় জাকির এসে সাকিবকে পিটিয়ে হত্যা করেছে। রমজানের দেয়া তথ্যমতে সাকিবের শরীরের বিভিন্ন আঘাতের চিহ্ন পাওয়া যায়। এদিকে ঘটনার পর থেকেই জাকির হোসেন পলাতক ছিলেন।



