বরিশাল
বানারীপাড়ায় আওয়ামী লীগ নেতা আখতার গ্রেপ্তার
বরিশালের বানারীপাড়ায় উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আখতার হোসেন হাওলাদারকে (৪৮) গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে উপজেলার চাখার ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনির সরদারের দায়েরকৃত বিষ্ফোরক ও ঘরপোড়া মামলার অজ্ঞাতনামা আসামী হিসেবে গ্রেপ্তার দেখিয়ে তাকে বরিশালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। এরআগে সোমবার (৫ জানুয়ারী) রাত পৌণে ১ টার দিকে ডেভিল হান্ট ফেজ-২ এর বিশেষ অভিযানে সলিয়াবাকপুর ইউনিয়নের চৌয়ারীপাড়া গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।



