বরিশাল
বরিশালে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ঠিকাদারের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক : বরিশালে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে রাশেদুল শেখ (৫৫) নামের এক ঠিকাদারের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) ভোর সাড়ে ৪ টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
রাশেদুল শেখ বাবুগঞ্জ উপজেলা বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর ইউনিয়নের ঠাকুরমল্লিক এলাকার বারোকানি গ্রামের আব্দুস সালাম শেখের ছেলে। তিনি ঠিকাদারি ব্যবসা করেন বলে জানা গেছে।
রাশেদুলের পারিবার জানায়, সোমবার দিবাগত রাতে হঠাৎ রাশেদুল বাটাজোরস্থ বাসায় বসে করে গুরুত্বর অসুস্থ্য হয়ে পড়লে সাথে সাথে তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে পরীক্ষা-নিরিক্ষা করে জানা যায় প্রচণ্ড ঠান্ডায় তিনি নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়েছেন। পরে মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে রাশেদুল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ দিন বাদ আছর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
এদিকে তার মৃত্যুতে পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।



