পটুয়াখালী
পটুয়াখালীর মির্জাগঞ্জে গৃহবধূ কুলসুম আক্তারকে শ্বাসরোধে হত্যার অভিযোগ
পটুয়াখালীর মির্জাগঞ্জে পারিবারিক কলহের জেরে কুলসুম আক্তার (২৫) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। রবিবার (৪ জানুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামে এই নৃশংস ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুলসুম প্রায় এক মাস আগে বাবার বাড়িতে বেড়াতে এসেছিলেন। শনিবার (৩ জানুয়ারি) স্বামী সাইমন সেখানে আসে।
ঘটনার দিন রাতে তারা ঘরের দোতলায় ছিলেন। দীর্ঘ সময় কোনো সাড়া শব্দ না পাওয়ায় পরিবারের সদস্যরা উপরে গিয়ে দেখেন কুলসুমের নিথর দেহ পড়ে আছে এবং সাইমন সেখান থেকে পালিয়ে গেছে। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, পারিবারিক কলহের জেরে হত্যাকাণ্ডটি ঘটেছে। লাশের পাশে পাওয়া ওড়না দিয়ে শ্বাসরোধ করে কুলসুমকে হত্যা করা হয়েছে।
ঘাড়ে দাগ ও রক্তের আলামত রয়েছে। নিহতের পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা গেছে, এটি কুলসুমের দ্বিতীয় বিবাহ ছিল এবং তার চার বছর বয়সী একটি পুত্র সন্তান রয়েছে।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম জানান, হত্যাকারী স্বামী সাইমনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।


