বরিশাল
বরিশালে মঞ্চস্থ হলো কাজী নজরুল ইসলামের পুতুলের বিয়ে
নিজস্ব প্রতিবেদক : বরিশালের ঐতিহ্যবাহী নাট্য সংগঠন শব্দাবলী গ্রুফ থিয়েটার পরিচালিত বরিশাল শিশু থিয়েটারের নতুন নাটক কাজী নজরুল ইসলামের কালজয়ী রচনা ‘পুতুলের বিয়ে’ মঞ্চে এসেছে। গত শুক্রবার (২রা জানুয়ারি) সন্ধ্যায় বরিশাল নগরীর সদর রোডস্থ কাকলীর মোড়ের শব্দাবলী স্টুডিও থিয়েটার মঞ্চে নাটকটির উদ্বোধন করা হয়।
কাজী নজরুল চর্চাকেন্দ্র বাঁশরীর সহযোগিতায় নির্মিত এই নাটকের উদ্বোধন করেন বাঁশরীর নাট্য বিষয়ক সমন্বয়ক, নাট্যকার-নির্দেশক ও নাট্যজন গোলাম সরোয়ার। নাটকের প্রারম্ভে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় উপস্থিত সবাই দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। নাটক শেষে দর্শকদের মধ্যে অনেকেই নাটকটি নিয়ে বিস্তারিত ও বিশ্লেষণধর্মী মন্তব্য তুলে ধরেন। সাম্যবাদের কবি কাজী নজরুল ইসলামের ‘পুতুলের বিয়ে’ আজকের সামাজিক বাস্তবতায় কতটা প্রাসঙ্গিক—তা নাটকের সংলাপ ও উপস্থাপনার মধ্য দিয়ে স্পষ্টভাবে তুলে ধরা হয়।
নাটকটির নির্দেশনা দিয়েছেন শব্দাবলীর সদস্য সোনিয়া খান। উদ্বোধনী পর্বে গোলাম সরোয়ারকে ফুলেল শুভেচ্ছা জানান শব্দাবলীর সাধারণ সম্পাদক মেহেদী সজল। এ সময় উপস্থিত ছিলেন নাট্য সংগঠক ও নাট্যজন সৈয়দ দুলাল, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বাসুদেব ঘোষ, নাটকের প্রধান সমন্বয়ক নাট্যকার ও নির্দেশক অনিমেষ সাহা লিটু প্রমুখ। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ঐশিকা চক্রবর্তী, ফাইজা বিনতে আসাদ, সাইয়ারা সায়ান, মেহেজাবিন নাবিহা, তাহমিদ ইসলাম মাহি, আরহাম হাসান আরিয়ান, মরিয়ম আক্তার টুম্পা ও কথামনি শিকদার। আলোক নির্দেশনায় ছিলেন মো. শহীদুল হক, কোরিগ্রাফিতে রাণী গোমেজ, পোশাক পরিকল্পনা ও তৈরিতে মমতাজ বেগম এবং আবহ সংগীত ও মঞ্চ ব্যবস্থাপনায় ছিলেন দীপ সাহা।
আগামী শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টায় শব্দাবলী স্টুডিও থিয়েটার মঞ্চে নাটকটি আবারও মঞ্চায়িত হবে।



