জাতীয়
‘এসআইকে জ্বালাই দিয়েছিলাম’ বলা জুলাইযোদ্ধা মাহদী গ্রেপ্তার
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রকাশ্যে হুমকি দেওয়ার অভিযোগে জুলাই আন্দোলনকারী মাহদী হাসানকে গ্রেপ্তার করা হয়েছে।
‘ থানা কিন্তু আমরা পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তোষকে কিন্তু আমরা জ্বালাই দিয়েছিলাম, এমন বক্তব্য দিয়ে হুমকি দেওয়ার ঘটনায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে মাহদী হাসানকে গ্রেপ্তার করে।
বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোছা. ইয়াছমিন খাতুন সাংবাদিকদের জানান, সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মাহদী হাসান বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের (বৈছাআ) হবিগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক।
এর আগে বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাত ১২টার দিকে এনামুল হাসান নয়ন নামে এক তরুণকে পুলিশ আটক করলে শুক্রবার (২ জানুয়ারি) মাহদীর নেতৃত্বে থানার সামনে আন্দোলন হয়।
এনামুল হাসান নয়ন শায়েস্তাগঞ্জ উপজেলার কলিমনগর গ্রামের আনোয়ার আলীর ছেলে।
স্থানীয় ছাত্রলীগের কমিটিতে সহ-সভাপতি হিসেবে তার নাম রয়েছে।
পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে থানার এসআই জহিরুল ইসলাম নয়নকে আটক করে থানায় নিয়ে যান। এরপর বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মীরা তার মুক্তির দাবিতে থানায় জড়ো হতে থাকেন।
শুক্রবার বেলা ১২টার দিকে মাহদী হাসানের নেতৃত্বে বিক্ষুব্ধকারীরা থানার সামনে অবরোধ কর্মসূচি পালন করে।
দুপুর আড়াইটার দিকে জেলা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলাম ঘটনাস্থলে যান। পরে বিকেল ৩টার দিকে নয়নকে মুক্তি দেওয়া হয়।
আন্দোলন চলাকালে ওসির কক্ষে ঢুকে তার সামনে বসে মাহদী হাসানকে বলতে শোনা যায়, ‘আমরা জুলাই আন্দোলনকারীরা সরকারকে ক্ষমতায় বসিয়েছি। আপনি আমাদের প্রশাসনের লোক হয়ে আমাদের ছেলেকে গ্রেপ্তার করেছেন। হবিগঞ্জে সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্দোলন হয়েছিল, এখানে ১০ জন নিহত হয়েছেন।
বানিয়াচং থানা কিন্তু আমরা পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তোষকে কিন্তু জ্বালাই দিয়েছিলাম। আমাদের এতগুলো ছেলে কী এমনি এমনি ভেসে এসেছে?’


