পটুয়াখালী
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িবহরে হামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
বিএনপির ভাইস-চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব:) আলতাফ হোসেন চৌধুরীর গাড়িবহরে হামলা মামলায় পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক রিয়াজ হোসেন সোহাগ জোমাদ্দারকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৩ জানুয়ারি ) রাতে মির্জাগঞ্জ উপজেলার দেউলী সুবিদখালী ইউনিয়নের পশ্চিম সুবিদখালীর আসামির নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
মির্জাগঞ্জ থানা পুলিশের ওসি মো. আব্দুস সালাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০২৩ সালের ৮ আগস্ট বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অবসরপ্রাপ্ত) আলতাফ হোসেন চৌধুরী একটি কর্মসূচিতে যাওয়ার পথে উপজেলার সুবিদখালীর মাতৃ ছায়ার সামনে তিন রাস্তা মোড়ে পৌঁছলে তাঁর গাড়িবহরে হামলা চালায় দুর্বৃত্তরা।
এ ঘটনায় ২০২৪ সালের ২৭ আগস্ট মামলা হয়।’


