বরিশাল
কর্মক্ষেত্রে বিশেষ ভূমিকা রেখে প্রশংসিত বরিশাল সমাজসেবার দুই কর্মকর্তা
কর্মক্ষেত্রে সৎ-স্বচ্ছ এবং পরিচ্ছন্ন থেকে আবারও পুরস্কৃত হলেন বরিশাল সমাজসেবার দুই কর্মকর্তা। বরিশাল জেলার উপ-পরিচালক একেএম আকতারুজ্জামান তালুকদার এবং একই জেলার সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজকে জাতীয় সমাজসেবা দিবস ২৬ উপলক্ষে বরিশাল বিভাগের শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচন করা হয়। অবশ্য এই দুই কর্মকর্তা এরআগেও কর্মস্থলে বিশেষ ভূমিকা রেখে যেমন প্রশংসা কুড়িয়েছেন, তেমনি পুরস্কৃত হন। এছাড়া তাদের ঝুলিতে আরও একাধিক সম্মাননা পুরস্কারপ্রাপ্তির উদাহরণ রয়েছে।
প্রশাসনিক সূত্র জানিয়েছে, প্রতিবছর জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে সংস্থাটি তাদের বিভাগ-জেলা-উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের দক্ষতা মাপকাঠি অনুসারে মূল্যায়ন করে থাকে। এবং তাদের মধ্যেকার আলোচিতদের শুদ্ধাচার পুরস্কারে ভূষিত করে। এবারও অনুরূপভাবে বরিশালের কর্মকর্তাদের যোগ্যতা এবং কাজের দক্ষতা অনুযায়ী তাদের পুরস্কৃত করা হয়, সেখানে প্রশংসিত হন বরিশাল জেলার উপ-পরিচালক একেএম আকতারুজ্জামান তালুকদার এবং একই জেলার সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ। সমাজকল্যাণ মন্ত্রণালয় এই দুইজন কর্মকর্তার হাতে আনুষ্ঠানিকভাবে প্রশংসাপত্র তুলে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে জানা গেছে।
বরিশাল সমাজসেবা অফিস সূত্র জানিয়েছে, ২০২০ সালেও এই দুই কর্মকর্তা একই ধরনের পুরস্কার লাভ করেন। এছাড়া সহকারি পরিচালক সাজ্জাদ পারভেজ বরিশালের শ্রেষ্ঠ প্রবেশন অফিসার হিসেবে তিনবার পুরস্কৃত হন। পাশাপাশি ২০১৭ সালে এই কর্মকর্তা বরিশাল জেলা প্রশাসক পদকও অর্জন করেছিলেন।
তবে সাজ্জাদ পারভেজ শুধু সরকারি দায়িত্ব পালন করেই যে প্রশংসা কুড়াচ্ছেন বিষয়টি এমন নয়, তিনি স্কুল এবং কলেজ জীবনের বন্ধুদের নিয়ে ‘ইভেন্ট ৮০’ নামের একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন করে আরও আরও বেশি আলোড়িত হয়েছেন, হচ্ছেন। সংগঠনটির মাধ্যমে বরিশালের অসংখ্য নিম্ন এবং নিম্নবিত্ত মানুষকে সহযোগিতা করা হয়।
সমাজসেবা অধিদপ্তর সূত্র জানিয়েছে, কর্মক্ষেত্রে বিশেষ ভূমিকা রেখে শ্রেষ্ঠ কর্মকর্তা মনোনীত হওয়া উপ-পরিচালক আক্তারুজ্জামান এবং সাজ্জাদ পারভেজকে কাজের স্বীকৃতিস্বরূপ শুদ্ধাচার পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিভাগীয় কমিটি তাদের দুজনকে মনোনীত করে। কর্মকর্তাদ্বয় বিগতদিনের মত আগামীতেও সমাজসেবার ধারাবাহিকতা ধরে রাখবেন বলেন মন্তব্য পাওয়া গেছে।’


