জাতীয়
এনসিপিতে যোগ দিলেন আসিফ মাহমুদ, করবেন না নির্বাচন
অন্তর্বর্তী সরকার থেকে সদ্যবিদায় নেওয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
তিনি বলেন, অন্তর্বর্তী সরকার থেকে সদ্যবিদায়ী উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এনসিপিতে যোগ দিয়েছেন। তবে তিনি নির্বাচনে অংশ নেবেন না।
সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে সংসবাদ সম্মেলনে এ তথ্য জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
নাহিদ ইসলাম বলেন, এনসিপি নির্বাচনের প্রস্তুতিতে পুরোপুরি জোর দিয়েছে। আসিফ মাহমুদ নির্বাচনে অংশ নেবেন না, তবে তিনি এনসিপিকে জয়ী করতে নির্বাচনি টিমের প্রধান হিসেবে কাজ করবেন। এনসিপির রাজনৈতিক পরিষদের জরুরি অনলাইন সভায় আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।
সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ বলেন, আমার জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। আমি মনে করি, এসময়ে অভ্যুত্থানের শক্তিকে একসঙ্গে রাখা জরুরি। জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে আমি এনসিপিতে যোগ দিয়েছেন।



