দশমিনা
পটুয়াখালীতে ডাকাতের হাত থেকে ইজ্জত বাঁচাতে ছাদ থেকে লাফ দিলেন প্রবাসীর স্ত্রী!
পটুয়াখালীর দশমিনা উপজেলার সদর ইউনিয়নের পূজা খোলা এলাকায় এক প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। রোববার (৪ আগষ্ট) দিবাগত রাত ৩টার দিকে ৪-৫ জনের একটি ডাকাত দল ঘরের গ্রিল কেটে প্রবেশ করে। তারা ঘরের সদস্যদের শারীরিকভাবে নির্যাতন করে নগদ ৫০ হাজার টাকা, প্রায় ৭ ভরি স্বর্ণালঙ্কার এবং সিসি ক্যামেরার রেকর্ডিং হার্ডডিস্ক লুট করে নিয়ে যায়। এ ঘটনায় উপজেলার সংখ্যালঘু পরিবারগুলোর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
পরিবারের সদস্যরা জানান, গভীর রাতে ঘুমন্ত অবস্থায় ডাকাত দল ঘরে প্রবেশ করে মারধর শুরু করে। প্রবাসীর স্ত্রী শুক্লা রানীকে বেধড়ক মারধর করা হয়। ইজ্জতহানীর ভয়ে তিনি জীবন বাঁচাতে ছাদ থেকে নিচে লাফ দেন। তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে ডাকাতরা লুটপাট শেষ করে পালিয়ে যায়। স্থানীয়রা থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে আহত শুক্লা রানীকে উদ্ধার করে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ভুক্তভোগী শুক্লা রানী জানান, মুখোশধারী ৫-৬ জনের ডাকাত দল ঘরে ঢুকে আমাকে মারধর করে। তারা নগদ ৫০ হাজার টাকা, ৭ ভরি স্বর্ণালঙ্কার এবং সিসি ক্যামেরার হার্ডডিস্ক নিয়ে যায়। সম্মানহানির ভয় দেখানোয় আমি আতঙ্কিত হয়ে ছাদ থেকে লাফ দিই।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আলীম জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’