পাথরঘাটা
পাথরঘাটায় অবৈধ সিগারেট জব্দ, আটক দুইজনকে দন্ড
বরগুনার পাথরঘাটায় অবৈধ সিগারেট জব্দ করেছে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা। সোমবার (৪ আগস্ট) দুপুরে পাথরঘাটা পৌরসভার তালতলা এলাকায় দোকানে অভিযান চালিয়ে জব্দ করা হয়। এ সময় দুইজনকে আটক করা হয়।
আটককৃতরা হলো, পাথরঘাটা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের নাছিম হাওলাদারের ছেলে ইসমাইল হোসেন (২৮) ও কাঠালতলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ছিদ্দিকুর রহমানের ছেলে মো.হাসান (৩৫)। তাদের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫০ ধারায় ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।
নৌবাহিনীর পাথরঘাটা লেঃকমান্ডার মোঃ আব্দুর রহমানের দেয়া প্রেসবিজ্ঞপ্তিতে জানান, সোমবার দুপুরে পৌর শহরের তালতলা বাজার সংলগ্ন সাজিদ ট্রেডার্স নামক একটি ভবনের নিচ তলার পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান উপস্থিতে বিভিন্ন কক্ষ তল্লাশি বার্গো টোবাকো কোম্পানির ২৫ হাজার ৭৬০ অবৈধ কিংস সিগারেট- ২৫৭৬০ এবং ৬ হাজার ৬৯০ প্যাকেট ড্রাগণ সিগারেট জব্দ করা হয়।
এসময় সিগারেট বাজারজাতকরণের সঙ্গে জড়িত পাথরঘাটা উপজেলার সেলসম্যান ইসমাইল (২৮) এবং এরিয়া ডিলার হাসানকে আটক করা হয়। তিনি আরও বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫০ ধারায় ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। এছাড়া জব্দকৃত সিগারেট পুড়ে ধংস করা হয়।