বরগুনা
বরগুনায় একই রাতে দুই বাড়িতে ডাকাতি, বাধা দেওয়ায় নারীকে ছুড়িকাঘাত
বরগুনা সদর উপজেলায় একই রাতে দুটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে এক নারী গুরুতর আহত হয়েছেন। ডাকাত দল দুই বাড়ির সদস্যদের জিম্মি করে প্রায় ১৫ ভরি স্বর্ণালংকার, নগদ আড়াই লাখ টাকা এবং তিনটি মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার পৌর এলাকার আমতলার পাড়ে প্রবাসী মিজানুর রহমানের বাড়িতে সোমবার (২২ ডিসেম্বর) দিবাগত রাত তিনটার দিকে ছয় থেকে সাতজনের একটি ডাকাত দল জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। এ সময় তারা মিজানুর রহমানের স্ত্রী মনিরা সুলতানাকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে স্টিলের আলমারি ভেঙে ছয় থেকে সাত ভরি স্বর্ণালংকার, নগদ দেড় লাখ টাকা ও একটি মোবাইল ফোন লুট করে নেয়।
ডাকাতির সময় মনিরা সুলতানা বাধা দিলে তাকে ধারালো অস্ত্র দিয়ে পেটে আঘাত করা হয়। এছাড়া আঙুলের আংটি খুলতে দেরি হওয়ায় আঙুলেও আঘাত করা হয়। মঙ্গলবার সকালে প্রতিবেশীরা বিষয়টি জানতে পেরে আহত অবস্থায় তাকে বরগুনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। আহত মনিরা সুলতানা জানান, ডাকাতির সময় তিনি ঘরে একাই ছিলেন।
এ দিকে খবর পেয়ে বরগুনা সদর থানার ওসি-সহ পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করে।
একই রাতে বরগুনা সদর উপজেলার বদরখালি ইউনিয়নের কুমড়াখালি গ্রামে দীপক হাওলাদারের বাড়িতেও ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা সিঁধ কেটে ঘরে ঢুকে পরিবারের সদস্যদের বেঁধে জিম্মি করে মারধর করে। পরে সেখান থেকে আট ভরি স্বর্ণালংকার, নগদ এক লাখ টাকা এবং দুটি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।
এ বিষয়ে বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ আব্দুল আলীম দুটি ডাকাতির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



