জাতীয়
আক্রান্ত ডেইলি স্টার যেন এক ‘ধ্বংসস্তূপ’
সকালে রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত দৈনিক প্রথম আলো ও ইংরেজি পত্রিকা ডেইলি স্টারের অফিসে ধ্বংসস্তূপের এমন চিত্র দেখা গেছে।
দৈনিক প্রথম আলো ও ইংরেজি পত্রিকা ডেইলি স্টারের অফিসে ভাঙচুর করা হয়েছে। আগুনের কালো ধোঁয়ার তীব্রতায় কালো হয়ে দাড়িয়ে আছে পুরো ভবন।
উৎসুক মানুষ জমিয়েছে ভিড়। ভবন দুটির প্রধান ফটকে দায়িত্ব পালন করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
এছাড়া প্রথম আলোর ভবন থেকে এখনও আগুনের ধোঁয়া উড়তেও দেখা গেছে। একই সঙ্গে আগুন পুরোপুরি নির্বাপণে ফায়ার সার্ভিসের কর্মীদের কাজ করতেও দেখা গেছে।
গতকাল রাতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার পর একদল লোক শাহবাগ থেকে মিছিল নিয়ে কারওয়ান বাজারের দিকে অগ্রসর হয়। মিছিলটি প্রথম আলো কার্যালয়ের সামনে পৌঁছে ঘেরাও ও বিক্ষোভ শুরু করে।
পরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে এবং প্রথম আলোর অফিসে হামলা শেষে একই দল ইংরেজি পত্রিকা ডেইলি স্টারের অফিসের দিকে অগ্রসর হয় এবং সেখানেও হামলা ভাংচুর ও অগ্নিসংযোগ করে।



