ভোলা
ভোলা-৩ আসনে মনোনয়ন সংগ্রহ করলেন মেজর হাফিজ
ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম। বৃহস্পতিবার দুপরে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মো. শাহ আজিজের কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন উপজেলা ও পৌরসভা বিএনপির নেতারা।
এ সময় উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, পৌরসভা বিএনপির সভাপতি ছাদেক মিয়া জান্টু, সাধারণ সম্পাদক বাবুল পাটোয়ারীসহ অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।



