ঝালকাঠি
বাড়ির সামনে ট্রলির ধাক্কায় প্রাণ গেল শিশুর
ঝালকাঠির নলছিটিতে ব্রিজে উঠতে না পেরে পেছন দিকে ফিরে আসা ইটভর্তি ট্রলিচাপায় জান্নাত (৬) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে। ওই ছাত্রী বাড়ির সামনের রাস্তায় দাঁড়িয়ে ছিল। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুর সোয়া ১টার দিকে উপজেলার মগড় ইউনিয়নের কাঠিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জান্নাত কাঠিপাড়া গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে। সে কাঠিপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ছিল।
জানা গেছে, স্কুলছাত্রী জান্নাত বাড়ির সামনের রাস্তায় দাঁড়িয়ে ছিল। এ সময় ইটভর্তি একটি ট্রলি একটি উঁচু কালভার্টে ওঠতে না পেরে ফের পেছনের দিকে চলে আসে। এ সময় জান্নাত ওই ট্রলির নিচে চাপা পড়ে। স্থানীয়রা দ্রুত শিশু জান্নাতকে উদ্ধার করে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) বলেন, এ ব্যাপারে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



