তালতলী
বরগুনায় মাদক কেনার টাকা না পেয়ে বাবাকে মারধর, পাল্টা ছুরিকাঘাতে ছেলে খুন
বরগুনার তালতলী উপজেলায় মাদকের টাকা না পেয়ে বাবাকে মারধরের এক পর্যায়ে পাল্টা ছুরিকাঘাতে ছেলের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনার পর থেকে নিহতের বাবা পলাতক আছেন।
সোমবার দুপুরে উপজেলার সোনাকাটা ইউনিয়নের ফকিরহাট এলাকার ইদুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সফিক হাওলাদার (২৮) ওই এলাকার ঝালমুড়ি বিক্রেতা হারুন হাওলাদারের (৫০) ছেলে।
সফিকের মা রাসেদা বেগম বলেন, সফিক আমাদের একমাত্র সন্তান। সে দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিল। অনেক চেষ্টা করেও তাকে নেশা থেকে ফেরানো যায়নি। মাদকের টাকা না পেলে প্রায়ই আমাদের মারধর করত। তিন বার মাদক নিরাময় কেন্দ্রে চিকিৎসা নিলেও তার আচরণের পরিবর্তন হয়নি। মাদক সংক্রান্ত একটি মামলায় ৭ অক্টোবর কারাগারে যায় সফিক। পরে ১০ ডিসেম্বর জামিনে ছাড়া পায় সে।
তিনি বলেন, বাড়ি ফেরার মাত্র পাঁচ দিনের মাথায় সফিক মাদকের টাকার জন্য তার বাবার ওপর চাপ সৃষ্টি করেন। দুপুরে টাকা দিতে অস্বীকৃতি জানালে বাবাকে মারধর করেন। এক পর্যায়ে ক্ষুব্ধ হয়ে বাবা হারুন মরিচ কাটা ছুরি দিয়ে ছেলের পিঠে আঘাত করেন। এতে সফিক অচেতন হয়ে পড়েন। পরে তার মৃত্যু হয়। ঘটনার পরপর বাবা পালিয়ে যান বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তালতলী থানার ওসি মো. আসাদুর রহমান। তিনি বলেন, আমরা যতটুকু কাজ করেছি, হাসপাতালের তথ্যে। পরিবার থেকে এখনো কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেব।”



