ঝালকাঠি
নলছিটিতে জামায়াতের প্রার্থীর উদ্যোগে ৪০টি গভীর নলকূপের মালপত্র ও অর্থ বিতরণ
ঝালকাঠির নলছিটি উপজেলায় বিশুদ্ধ পানির সংকট নিরসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শেখ নেয়ামুল করিমের উদ্যোগে ৪০টি গভীর নলকূপের মালপত্র এবং স্থাপন ব্যয়ের অর্থ বিতরণ করা হয়েছে। নলছিটি উপজেলার বিভিন্ন ইউনিয়নের সুবিধাবঞ্চিত ও পানির সংকটপূর্ণ এলাকার জন্য সোমবার (১৫ ডিসেম্বর ) এসব গভীর নলকূপ বরাদ্দ দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে নলকূপের মালপত্র ও বসানোর জন্য প্রয়োজনীয় অর্থ তুলে দেন শেখ নেয়ামুল করিম।
এ সময় শেখ নেয়ামুল করিম বলেন, নিরাপদ ও বিশুদ্ধ পানির অধিকার নিশ্চিত করা মৌলিক মানবাধিকার। নলছিটি উপজেলার অনেক এলাকায় এখনও সুপেয় পানির সংকট রয়েছে। এসব গভীর নলকূপ স্থাপনের মাধ্যমে স্থানীয় মানুষের দীর্ঘদিনের ভোগান্তি কিছুটা হলেও লাঘব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
তারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এতে করে এলাকার সাধারণ মানুষ বিশেষ করে নারী ও শিশুদের পানির কষ্ট অনেকাংশে কমবে। স্থানীয়রা দ্রুত নলকূপগুলো স্থাপনের মাধ্যমে পানির সুবিধা কার্যকর করার দাবি জানান।



