গৌরনদী
বরিশালে রাতের আঁধারে ভাঙারির দোকানে বই বিক্রির অভিযোগ
নিজস্ব প্রতিবেদক : বরিশালের গৌরনদীতে ২০২৫ শিক্ষাবর্ষের বিভিন্ন শ্রেণির সরকারি পাঠ্যপুস্তক বই রাতের আঁধারে ভাঙারির দোকানে বিক্রির অভিযোগ পাওয়া গেছে।
রবিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়ক সংলগ্ন পৌর এলাকার সুন্দরদী মহল্লায় অবস্থিত সুইজ হাসপাতালের পাশে মামুন ভাঙারির দোকানে ভ্যানযোগে এসব বই বিক্রি করতে দেখা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভ্যানটিতে পঞ্চম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত বিভিন্ন শ্রেণির সরকারি পাঠ্যপুস্তক বই ছিল। বিষয়টি সন্দেহজনক মনে হলে সাংবাদিকরা ভাঙারির দোকান সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। এ সময় দোকান ভাঙারি দোকানের মালিক মামুন সিকদার দাবি করেন, “শিক্ষা প্রতিষ্ঠান থেকেই এসব বই বিক্রি করা হয়েছে, তাই আমরা কিনেছি।” তবে সরকারি বিনামূল্যের পাঠ্যপুস্তক এভাবে বিক্রি আইনত দণ্ডনীয় অপরাধ বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এ বিষয়ে গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীম বলেন, ২০২৫ সালের সরকারি পাঠ্যপুস্তক বই কেউ ভাঙারির দোকানে বিক্রি করে থাকলে বিষয়টি তদন্ত করে দেখা হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সরকারি বই কীভাবে ও কার মাধ্যমে বাজারে এলোতা তদন্তের মাধ্যমে উদঘাটনের দাবি জানিয়েছেন সচেতন মহল।



