বরিশাল
মাঝরাতে সরানো হলো বরিশাল সিটির সাবেক মেয়র খোকন সেরনিয়াবাতের বাসার মালামাল
নিজস্ব প্রতিবেদক : পালিয়ে যাওয়ার ১৫ মাস পর মধ্যরাতে বরিশাল নগরীর ভাড়া বাসা থেকে আসবাবপত্র ও অন্যান্য মালামাল সরিয়ে নিয়েছেন সাবেক মেয়র আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত।
সর্বশেষ সিটি নির্বাচনে তাকে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র বানিয়েছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগ। ফ্যাসিস্ট পতনের একদিন আগে বরিশাল থেকে পালিয়ে যান খোকন।
এলাবাসীর তথ্যানুযায়ী, বৃহস্পতিবার মধ্যরাতে নগরের কালু শাহ সড়কে থাকা ভাড়া বাসা থেকে সব মালামাল সরিয়ে নেন শেখ পরিবারের এ সদস্য। দীর্ঘ ১৫ মাস ধরে ওই বাসার ভাড়াও দিচ্ছিলেন না তিনি। মালামাল সরানোর ক্ষেত্রে স্থানীয় কিছু লোক সহযোগিতা করেছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় বাসিন্দা সুমন জানান, নির্বাচনের আগে বরিশাল নগরের কালুশাহ সড়কে আলেকান্দা মসজিদসংলগ্ন একটি ভবনে ফ্ল্যাট ভাড়া নেন খোকন। তবে পরবর্তীতে গিয়ে ওঠেন একই সড়কে থাকা ‘করিম মঞ্জিল’ নামে অপর একটি ভবনে। জুলাই বিপ্লবের উত্তাল দিনগুলোতে বরিশালেই ছিলেন তিনি। তবে গত বছরের ৪ আগস্ট গভীর রাতে সপরিবারে পালিয়ে যান বরিশাল থেকে।
গত ১৫ মাসে বেশ কয়েকবার চেষ্টা করেছেন সেই ভাড়া বাসা থেকে মালামাল সরিয়ে নিতে। কিন্তু স্থানীয় বিএনপির নজরদারি আর প্রচ্ছন্ন বাধার কারণে সফল হয়নি সেই চেষ্টা। অবশেষে বৃহস্পতিবার মধ্যরাতে সরিয়ে নিয়েছেন ভাড়া বাসার মালামাল।
খবর পেয়ে রাত আড়াইটায় কয়েকজন সংবাদকর্মী সেখানে গিয়ে দেখতে পান একটি বড় ও ছোট ট্রাকে উঠানো হচ্ছে মালামাল। ট্রাকের শ্রমিকদের জিজ্ঞেস করলে তারা বলেন, ‘মালামাল খুলনা যাবে। রুবেল স্যার সব কিছুর দেখভাল করছেন।’
এই রুবেল ছিলেন খোকনের ব্যক্তিগত সহকারী।



