উজিরপুর
উজিরপুরে মাছের ঘের নিয়ে দ্বন্দ্বের জেরে হামলা, নারী-শিশুসহ আহত ৪
বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলায় মাছের ঘের দ্বন্দ্বের জের ধরে সাবেক মেম্বারের পরিবারের উপর অতর্কিত হামলা চালিয়েছে প্রতিপক্ষ ভাড়াটিয়া সন্ত্রাসীরা। এতে নারী-শিশুসহ ৪ জন গুরুত্বর আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। হামলার ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
উজিরপুর উপজেলার সাতলা ৬নং ওয়ার্ডে গত রবিবার দুপুর সাড়ে ১২ টার দিকে সাতলা একতা মৎস্য ঘের দ্বন্দ্বে এ হামলার ঘটনা ঘটে।
অভিযোগ ও আহত সূত্রে জানা যায়- উজিরপুর উপজেলার সাতলা গ্রামে একতা মৎস্য ঘের কমিটিকে ওই গ্রামের ব্যবসায়ী সোহেল হাওলাদার একবছর পূর্বে সাড়ে ৩ লক্ষ টাকা প্রদান করেন। উক্ত পাওনাকৃত টাকা চাইতে গেলে ক্ষিপ্ত হয়ে ওঠে ঘেরের কমিটির লোকজন। এরই প্রেক্ষিতে গত রবিবার দুপুরে সাতলা ৬নং ওয়ার্ডের সাবেক মেম্বার মৃত হোসেন হাওলাদারের ছেলে মোঃ সোহেল হাওলাদারের উপর বসতবাড়ির সামনে পরিকল্পিত ভাবে অতর্কিত হামলা চালায় ভাড়াটিয়া সন্ত্রাসী নজু মিয়া ও তার ছেলে সাকিব মিয়াসহ ৮/১০ জন সন্ত্রাসী বাহিনী। এতে গুরুত্বর আহত হয় সোহেল হাওলাদার ও তার ভাবি নাসরিন বেগম এবং ভাতিজা ৫ম শ্রেণির ছাত্র আলামিন। আহত নাসরিন বেগম উজিরপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ ব্যপারে আহত ব্যবসায়ী সোহেল হাওলাদার জানান- আমাকে হত্যার উদ্দেশ্য হামলা চালায় ওই সন্ত্রাসীরা। বাঁধা দিলে আমার মেজো ভাবি নাসরিন বেগম,নাবালক ভাতিজা আলামিন হাওলাদার ও আমার চাচাতো ভাই শাওন হাওলাদারও গুরুতর আহত হয়। অভিযুক্তদের পাওয়া যায়নি।
হামলার ঘটনায় আহতর ভাই মোঃ শাহে আলম হাওলাদার বাদী হয়ে উজিরপুর মডেল থানায় উল্লেখ্য অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
উজিরপুর মডেল থানার এসআই সাইফুল জানান- ঘটনাস্থলে পরিদর্শন করা হয়েছে,তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে ওই হামলাকারী সন্ত্রাসীদের অচিরেই গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন আহতর পরিবার।



