বরিশাল
বাবুগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত
বাবুগঞ্জে নানান বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (৯ ডিসেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে এক বর্ণিল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকালে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চত্ত্বরে পতাকা উত্তোলন এবং শোভাযাত্রার মাধ্যমে দুর্নীতিবিরোধী দিবসের বিভিন্ন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা উল হুসনা।
শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়াম দুর্নীতিবিরোধী এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নবনির্বাচিত সভাপতি ও মাধবপাশা বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক ফারুক আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ইউএনও আসমা উল হুসনা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন জোবায়দা আখতার, মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা ইয়াসমিন ডলি, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি ও আগরপুর ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ আ.ফ.ম জালাল আহমেদ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল করিম হাওলাদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন কেদারপুর সোনার বাংলা হাইস্কুল ও কলেজের অধ্যক্ষ মনজুরুল ইসলাম টুটুল এবং চাঁদপাশা ডিক্রিরচর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ.এম ইউসুফ আলী।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা উল হুসনা বলেন, ‘সিটিজেন চার্টার পদ্ধতি গ্রহণ করা হয়েছে প্রশাসনকে স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার জন্য। কিন্তু প্রশাসনের এই প্রচেষ্টাকে সফল করতে হবে সকল মানুষের অংশগ্রহণের মাধ্যমে। বিশেষ করে তরুণ প্রজন্মকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আমাদের সকলের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে- আমরা সকলে মিলে দুর্নীতিমুক্ত, নৈতিকতা নির্ভর, সুশাসন ভিত্তিক নতুন এক বাংলাদেশ গড়বো। এটাই হোক আমাদের আজকের এই দুর্নীতিবিরোধী দিবসের অঙ্গীকার।’


