রাজনীতি
শিক্ষকদের আন্দোলন যৌক্তিক : নুর
নিজস্ব প্রতিবেদক : গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, শিক্ষকদের আন্দোলন যৌক্তিক। শিক্ষকদের সব আন্দোলনে তাদের পাশেই আমাদের অবস্থান ছিল। আগামীতেও থাকবে। এই দেশের পরিস্থিতি এমন যে, বাচ্চা না কানলে যেমন মা দুধ দেয় না। এভাবে দাবিদাওয়া আন্দোলন না করলে বাংলাদেশের প্রেক্ষাপটে এগুলো আদায় করা যায় না। এটা সিস্টেম হয়ে গেছে এই দেশে, ভবিষ্যতে থাকবে না। শনিবার (৬ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে গলাচিপা উপজেলার অফিসার্স ক্লাবে গণ অধিকার পরিষদের উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত সভায় এসব কথা বলেন তিনি।
গলাচিপা উপজেলার সাংবাদিক, শিক্ষক ও সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে এ সভার আয়োজন করা হয়। নুরুল হক নুর বলেন, বর্তমানে নন পলিটিক্যাল সরকার। পলিটিক্যাল সরকার তারা অনেক কিছু চিন্তাভাবনা করেই কাজ করে। বর্তমান সরকারকে চাপ দিয়ে অন্যান্য সবাই তাদের দাবিদাওয়া আদায় করে নিচ্ছে। আমরাও (শিক্ষকরা) চাপ দিলেও আমাদের অধিকারটা কেন আদায় হবে না? তাদের যে আন্দোলন চলছে তাদের দাবি আমি যৌক্তিকভাবে সমর্থন করি। এটাকে নেতিবাচকভাবে দেখার কিছু নেই। শিক্ষকদের নরম পেয়ে আন্দোলনের কারণে তাদেরকে বিভিন্ন জায়গায় বদলি করে দিয়েছে, এটার আমি ব্যক্তিগতভাবে বিরোধিতা করি। আমি আশা করি সরকার এ সিদ্ধান্তটা পাল্টাবে।
তিনি বলেন, শিক্ষকরা কিভাবে ফার্স্ট ক্লাস নাগরিক তৈরি করবেন। শিক্ষক বাংলাদেশে কতজন আছে? তার বেতন বৃদ্ধি করলে কয় টাকা যায়? শিক্ষা ক্ষেত্রে ইনভেস্ট করা লস নয়, এটা ভবিষ্যতের জন্য বিনিয়োগ। আপনারা শিক্ষকদের চাকরিকে প্রথম শ্রেণিতে উন্নীত করেন। তাদের মর্যাদা সমাজে একটি সম্মানজনক স্থানে অধিষ্ঠিত করতে হবে। মতবিনিময়সভায় গণ অধিকার পরিষদের গলাচিপা শাখার আহ্বায়ক আলহাজ হাফিজুর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন সদস্যসচিব মো. জাকির হোসেন মুন্সি, উপাধ্যক্ষ নিরোধ লাল শিকদার, সহকারী শিক্ষক মুক্তা রহমান ফাহিমা, আনোয়ার শিপন, সাংবাদিক প্রতিনিধি মু. খালিদ হোসেন মিলটন, জেলা যুব অধিকার পরিষদের সহসভাপতি মহিবুল্লাহ এনিম, কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সহসভাপতি আবু নাইম প্রমুখ।



