ঝালকাঠির রাজাপুর উপজেলার বাঘরি বাজার এলাকায় ট্রাকের ধাক্কায় বিদ্যুৎ ফিডারের একটি খুঁটি ভেঙে পড়েছে। এতে অন্তত ১০০টি গ্রাহক সংযোগ বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছে রাজাপুর পল্লী বিদ্যুৎ অফিস।
শুক্রবার (১ আগস্ট) রাতে রাজাপুর ১ উপকেন্দ্রের ৩ নম্বর রাজাপুর সদর ফিডারের একটি ৩৫-৫ এসপিসি খুঁটি বাঘরি বাজারে ট্রাকের ধাক্কায় ভেঙে যায়। খুঁটিটির সঙ্গে থাকা সি১৩ ফিটিংস ও সংযোগ লাইন ক্ষতিগ্রস্ত হয়। তাৎক্ষণিকভাবে জাম্পার কেটে সোর্স লাইন চালু করা গেলেও অন্তত শতাধিক গ্রাহক বিদ্যুৎসেবা থেকে বিচ্ছিন্ন রয়েছেন।
রাজাপুর পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম) জানিয়েছেন, ভেঙে পড়া খুঁটির কারণে আংশিকভাবে লাইন চালু করা গেলেও পূর্ণ সেবা নিশ্চিত করা সম্ভব হয়নি। গ্রাহকদের সাময়িক ভোগান্তির জন্য আমরা দুঃখিত। আগামীকাল সকালে নতুন খুঁটি স্থাপন করে মেরামত কাজ সম্পন্ন করা হবে।
স্থানীয়রা জানিয়েছেন, বাঘরি বাজার এলাকায় রাতে ভারী যানবাহন চলাচলের সময় এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটে। তারা দ্রুত খুঁটি স্থাপন ও দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এ ঘটনায় এলাকায় কিছু সময়ের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।