পটুয়াখালী
মির্জাগঞ্জে যৌথবাহিনীর অভিযানে চাঁদাবাজ ও মাদক কারবারী গ্রেপ্তার
মাদক বিক্রয়, জমি দখল করে আত্মসাৎ, জোর করে যুবতী মেয়েকে তুলে নিয়ে আটকে রেখে চাঁদা আদায় সহ বিভিন্ন অভিযোগে পটুয়াখালীর মির্জাগঞ্জে যৌথবাহিনীর অভিযানে একজনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। গ্রেফতার আসামি হলেন উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের দক্ষিণ কাকড়াবুনিয়া গ্রামের আঃ লতিফ মৃধা এর পুত্র মোঃ রাসেল মৃধা (৪০)।
মির্জাগঞ্জ সেনা ক্যাম্প ও থানা পুলিশ সূত্রে জানা যায়, ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে আটকের পর টাকা আদায়, প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে জোরপূর্বক মেয়েকে তুলে নিয়ে চাঁদা আদায়, চাঁদা না দেওয়ায় মারধর, দোকান থেকে বাকিতে মালামাল নিয়ে মূল্য না দেওয়া এবং পাওনা টাকা চাইলে হুমকি-লাঞ্ছনার অভিযোগ রয়েছে রাসেল মৃধার বিরুদ্ধে।
এসব কর্মকাণ্ডে এলাকার সাধারণ মানুষ সবসময় আতঙ্কে থাকেন, কিন্তু ভয়ে মুখ খুলতে সাহস পান না। গত বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত সাড়ে ১০ টা ৪৫ মিনিটের দিকে কাকড়াবুনিয়া ইউনিয়নের দক্ষিন কাকড়াবুনিয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। এসময় তাঁর কাছ থেকে ২ পিস ইয়াবা ও মাদক বিক্রির ৬১ হাজার ৪০৯ টাকা ও মাদক বিক্রি কাজে ব্যবহৃত একটি মোবাইল সেট জব্দ করা হয়।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.নজরুল ইসলাম জানান, গ্রেফতার রাসেল মৃধার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও গ্রেফতার আসামীর পিসি এন্ড পিআর যাচাইকালে তাঁর বিরুদ্ধে পটুয়াখালীর বাউফল থানায় একটি মামলা পাওয়া গেছে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।