বরিশাল
নাগরিক গল্প তৈরির কর্মশালা অনুষ্ঠিত
‘সংলাপ ও নাগরিক সাংবাদিকতার মাধ্যমে নাগরিক পরিসর পুনরুদ্ধার’ প্রকল্পের আওতায় লাল সবুজ সোসাইটির আয়োজনে আজ শুক্রবার ব্রাউন কম্পাউন্ডের এডিটশালায় অনুষ্ঠিত হয়েছে ‘দলগত কাজ ও গল্প উন্নয়ন কর্মশালা’। সেশন পরিচালনা করেন চ্যানেল আই বরিশালের ব্যুরো প্রধান সাইদ পান্থ, প্রকল্পটি বাস্তবায়নে সহায়তা করছে দ্য এশিয়া ফাউন্ডেশনের পেরি কর্মসূচি এবং অর্থায়ন করছে যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন অফিস (এফসিডিও)।
সেশনে অংশগ্রহণকারীদের দলভিত্তিকভাবে নাগরিক গল্প তৈরি, মাঠে গিয়ে তথ্য সংগ্রহ, সাক্ষাৎকার গ্রহণ এবং ছবি–ভিডিও ধারণের বিভিন্ন ধাপ নিয়ে দিকনির্দেশনা দেওয়া হয়। দলগতভাবে সমন্বিতভাবে একটি প্রতিবেদন তৈরির অনুশীলনও করানো হয়।
প্রায়োগিক কাজ হিসেবে প্রতিটি দলকে এক থেকে দুই মিনিটের ভিডিও প্রতিবেদন অথবা তিনশো থেকে পাঁচশো শব্দের একটি নাগরিক গল্প তৈরি করে জমা দিতে বলা হয়। দিনের শেষে প্রতিটি দলের পক্ষ থেকে একটি করে খসড়া প্রতিবেদন জমা পড়ে।
কর্মশালা শেষে প্রশিক্ষক সাইদ পান্থ বলেন, “নাগরিক সাংবাদিকতা শুধু খবর করার বিষয় নয়; এটি সমাজের সমস্যাকে নিজের চোখে দেখা, শোনা এবং সত্য তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব। মাঠে গিয়ে তথ্য সংগ্রহ, মানুষের কথা মন দিয়ে শোনা ও সঠিকভাবে গল্প সাজাতে পারাই একজন প্রতিবেদকের মূল শক্তি।”
তিনি আরও বলেন,
“আজকের অংশগ্রহণকারীরা যে উদ্যম ও আগ্রহ দেখিয়েছে, তা ভবিষ্যতের স্থানীয় গল্প বলার ক্ষেত্রে নতুন দিগন্ত খুলে দেবে।”
কর্মশালায় অংশ নেওয়া প্রশিক্ষণার্থী ইতি বলেন,
“আজকে আমরা দলগতভাবে মাঠে গিয়ে তথ্য সংগ্রহ করেছি। আগে কখনো ভাবিনি যে একটি ছোট ঘটনা থেকেও কত শক্তিশালী গল্প তৈরি করা যায়। এই সেশন আমাদের চোখ খুলে দিয়েছে।”
আরেক অংশগ্রহণকারী রুমান বলেন,
“সাক্ষাৎকার নেওয়ার কৌশল ও সঠিক প্রশ্ন করার বিষয়টি খুব কাজে দেবে। আমরা নিজেরাই হাতে–কলমে ভিডিও ধারণ করেছি। বিষয়গুলো এত সহজভাবে শেখানো হয়েছে যে মাঠে কাজে লাগাতে সুবিধা হবে।”
প্রশিক্ষণার্থী জান্নাত জানান, “দলগতভাবে কাজ করাটা সবচেয়ে বড় শেখা। গল্প তৈরির সময় কে কোন অংশে কাজ করবে—তা বুঝে একসঙ্গে কাজ করা আমাদের জন্য নতুন অভিজ্ঞতা।”
আয়োজকেরা বলেন, এই কর্মশালা অংশগ্রহণকারীদের মাঠপর্যায়ের কাজ, দলগত সমন্বয় এবং গল্প তৈরির দক্ষতা আরও উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


