বরিশাল
বরিশালে ভাসমান দোকান বসিয়ে মহাসড়কসহ ফুটপাত দখলের চেষ্টা
নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীর সরকারি সৈয়দ হাতেম আলি কলেজ সংলগ্ন চৌমাথা সিএন্ডবি সড়কের ফুটপাত আবারও অবৈধভাবে দখল নেওয়ার পাঁয়তারা চলছে। মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে প্রায় অর্ধশতাধিক ফুটপাত ব্যবসায়ী চৌমাথা লেকের পাড়, নব নির্মিত মার্কেটের সামনেসহ ঢাকা-বরিশাল মহাসড়কের আশেপাশের স্থান দখল করে ভাসমান দোকান বসিয়েছেন। বিষয়টি নিয়ে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করে।
এর ফলে তীব্র যানজটের পাশাপাশি পথচারীদের দুর্ভোগ নেমে আসে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বরিশাল সিটি করপোরেশনের একাধিক কর্মকর্তা ও ট্র্যাফিক পুলিশ সরেজমিন পরিদর্শন করে পরের দিন অর্থাৎ বুধবার বিকেল ৫ টায় উচ্ছেদ করলেও আবারও বসার চেষ্টা চালিয়ে যাচ্ছে ফুটপাত ব্যবসায়ীরা।
নাম প্রকাশ না করার শর্তে দুই ব্যবসায়ী বলেন, আমাদের জনপ্রতি ফুটপাত ব্যবসায়ীদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ লেনদেনের চেষ্টা চলছে। চৌমাথা বাজার ও লেকের পাড় সংলগ্ন স্থানে ভাসমান দোকান বসিয়ে দেবে। কিন্তু আমাদের কয়েকজনের দোকান বাদ দিয়ে কিছু দোকানদার ২/৩টা করে ভাসমান দোকান বসিয়েছে। এ সুযোগে বহিরাগত কিছু দোকান বসিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় কয়েক জন ব্যক্তি বিএনপি নেতাদের নাম ভাঙিয়ে জোরপূর্বক ফুটপাত দখল করে বসার চেষ্টা চালিয়ে যাচ্ছে। বরিশাল সিটি করপোরেশন উচ্ছেদ করার পরও আবারও নতুন করে চৌমাথা লেকের পাড়, নব নির্মিত মার্কেটের সামনে সহ ঢাকা-বরিশাল মহাসড়কের আশেপাশের স্থান দখল করে বসার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
পথচারী, শিক্ষার্থীরাসহ স্থানীয় একাধিক ব্যক্তি বলেছেন, ফুটপাতের সামনে ভাসমান দোকান বসানো হলে রাস্তা সরু হয়ে যানজটের সৃষ্টি হয়। তাছাড়া চৌমাথা একটি গুরুত্বপূর্ণ স্থান। সেখানে যানজটের সৃষ্টি হলে প্রতিনিয়ত কলেজ শিক্ষার্থীদের সহ জনগণের ভোগান্তি লেগেই থাকবে। অনেক শিক্ষার্থী ফুটপাত দখল মুক্ত রাখার দাবি জানিয়েছে।



