বরিশাল
বরিশালে ইন্টার্ন চিকিৎসকদের অভ্যর্থনা জানালো এনডিএফ
নিজস্বন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) উদ্যোগে ইন্টার্ন চিকিৎসকদের অভ্যর্থনা জানানো হয়েছে। ২৫ নভেম্বর মঙ্গলবার বরিশাল নগরীর পুলিশ লাইন সেলিব্রেশন পয়েন্টে নতুন চিকিৎসকদের যাত্রা আরও সুগম, দক্ষ ও মানবসেবায় অনুপ্রাণিত করতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি আয়োজন করা হয়।
ন্যাশনাল ডক্টরস ফোরাম বরিশালের সভাপতি প্রফেসর ডা. খান আবদুর রউফের সভাপতিত্বে এবং সেক্রেটারি ডা. কেএম জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বরিশালের সুপারিনটেনডেন্ট- বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. আলতাফ উদ্দিন আহমেদ, বিএম কলেজ ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোয়াজ্জেম হোসাইন, শিশু রোগ বিশেষজ্ঞ প্রফেসর ডা. আবদুল হামিদ শেখ, মাইক্রোবায়োলজিস্ট প্রফেসর ডা. এস. এম. ইকবালুর রহমান, শেবাচিম হাসপাতালের নিউরোলজি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. এইচ. এম. রফিকুল বারী, হেপাটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আল মামুন হোসেন, পটুয়াখালী মেডিকেল কলেজের ইএনটি বিভাগের সহকারী অধ্যাপক ডা. আফজাল করিম, বরিশালের সাবেক বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মাহবুবুর রহমান, শেবাচিম শিশু রোগ বিশেষজ্ঞ ডা. মো. নুরুল আলম, বিভাগীয় সার্জন ডা. মো. সুলতানা মাহমুদ, ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডা. মো. মহসিন হাওলাদার প্রমুখ।
অতিথিবৃন্দ তাদের বক্তব্যে নতুন ইন্টার্ন চিকিৎসকদের মানবিক মূল্যবোধ, পেশাগত দায়িত্ববোধ, আত্মনিবেদন ও উন্নত চিকিৎসা সেবায় দক্ষতা বাড়ানোর বিষয়ে দিকনির্দেশনা দেন।
তারা বলেন, নতুন প্রজন্মের ডাক্তাররাই আগামী দিনের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে আরও উন্নত ও জনবান্ধব করে তুলবেন।
অনুষ্ঠানে ২০২৫ সালের নতুন ডাক্তারদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং তাদের পাশে থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করে এনডিএফ।



