বরিশাল
বরিশালে লাভের প্রলোভন দেখিয়ে ১০ কোটি টাকা নিয়ে লাপাত্তা পাথর ব্যবসায়ী
নিজস্ব প্রতিবেদক : বরিশালের মুলাদীতে পাথরের ব্যবসার লভ্যাংশ দেওয়ার আশ্বাসে ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে এক ব্যবসায়ীর বিরুদ্ধে। উপজেলার কাজিরচর ইউনিয়নের চরবাহাদুরপুর গ্রামের মৃত আব্দুস সালাম হাওলাদারের ছেলে এনামুল হক রিপনের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।
এনামুল হক রিপন দেশের সিলেটসহ বিভিন্ন এলাকা থেকে পাথর এনে বরিশাল জেলার বিভিন্ন উপজেলায় সরবরাহ করতেন। পাথর ব্যবসার অংশীদার হিসেবে বিভিন্নজনের কাছ থেকে টাকা নিয়ে তিনি আত্মগোপন করেন বলে অভিযোগ ভুক্তভোগীদের।
এ ঘটনায় ভুক্তভোগীরা বুধবার মুলাদী থানায় মামলা করেছেন। এছাড়া এনামুল হক রিপনের বিরুদ্ধে বরিশাল আদালত, মেহেন্দীগঞ্জ থানা, চট্টগ্রামের মিরসরাই থানাসহ একাধিক থানায় মামলা রয়েছে বলে জানায় থানা পুলিশ।
মেহেন্দীগঞ্জের কাজিরচর থানার ভাসানচর গ্রামের সৈয়দ নাজমুল করিম শাহীন বলেন, এনামুল হক রিপন পাথর ব্যবসার অংশীদার ও লাভের অংশ দেওয়ার কথা বলে তার কাছ থেকে ২২ লাখ ৬০ হাজার টাকা নেন; কিন্তু টাকা ফেরত কিংবা পাথর ব্যবসার লভ্যাংশ কিছুই দেননি। পরে টাকা ফেরতের জন্য চাপ দিলে রিপন আত্মগোপন করেন।
ভাসানচর গ্রামের মিন্টু নলী জানান, পাথর ব্যবসার অংশীদার হিসেবে বিভিন্ন সময়ে এনামুল হক রিপনকে ৮ কোটি টাকা দেন তিনি। ওই টাকা ফেরত চাইলে মোবাইল ফোন বন্ধ করে আত্মগোপন করেন রিপন। পরে তার বিরুদ্ধে আদালতে ও মুলাদী থানায় মামলা করেন তিনি।
এছাড়া এনামুল হক রিপন ভাসানচর গ্রামের মেজবাউদ্দিনের কাছ থেকে আড়াই লাখ, বরিশাল জেলার ফয়সাল হোসেনের কাছ থেকে ৫৬ লাখ টাকা, একটি ব্যাংকের ডিএমপি আতিকুলের ৭৫ লাখ টাকাসহ বিভিন্নজনের কাছ থেকে প্রায় ১০ কোটি টাকা আত্মসাৎ করেছেন। কয়েক মাস আগে এনামুল হক রিপনকে আটক করা হলে তিনি মুচলেকা দিয়ে ছাড়া পেয়ে আত্মগোপন করেন।
এ ব্যাপারে মুলাদী থানার ওসি মো. সফিকুল ইসলাম বলেন, এনামুল হক রিপনের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তাকে গ্রেফতারে পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে।



