বরিশাল
গভীর রাতে বরিশালে বাসে আগুন
পার্কিংয়ে থাকা একটি বাস গভীর রাতে আগুনে পুড়ে গেছে। সোমবার রাত ২টার দিকে বরিশাল সদর উপজেলার দিনারেরপুল নামক এলাকায় বাসটিতে আগুন জ¦লতে দেখে স্থানীয়রা। কিছুক্ষণের মধ্যে মেট্রোপলিটন বন্দর থানার টহল পুলিশ ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে নেয়। তবে এই আগুনের সূত্রপাত কি তা এলাকার বাসিন্দা না জানাতে পারলেও আইনশৃঙ্খলা বাহিনী প্রাথমিকভাবে এটিকে নাশকতা হিসেবে দেখছে।
আইনশৃঙ্খলা বাহিনী বলছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৭ নভেম্বর মৃত্যুদÐের রায় হলে এর আগে এবং পরে বিভিন্ন সময়ে আওয়ামী লীগ নাশকতামূলক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। সেই নাশকতার আগুনে বরিশালের দিনারেরপুলে বাসটি পুড়ল কী না তদন্ত করা জরুরি।
সংশ্লিষ্ট বন্দর থানা পুলিশ বলছে, ১৫/২০ দিন ধরে রাস্তার পাশে পার্কিং করে রাখা হাওলাদার পরিবহনের বাসটিতে সোমবার রাত দুইটার দিকে আকস্মিক আগুন জ¦লতে দেখে লোকজন খবর দেয়। এসময় ঘটনাস্থলের কাছে থাকা পুলিশের একটি টিম সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নেয়। এতে বাসটি সিট এবং কিছু অংশ পুড়ে যাওয়া ছাড়া তেমন কোনো ক্ষতি হয়নি।
রাস্তার পাশে পার্কিয়ে থাকা বাসটি আগুনে পুড়ে যাওয়া বিস্ময়কর বলে মন্তব্য করেন বন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম। তিনি বলেন, স্থানীয়রা থানায় খবর দিলেও তারা কাউকে আগুন দিতে দেখেননি। পুলিশ ধারণা করছে, জনমনে ভীতি ছড়ানোর উদ্দেশে গভীর রাতে বাসে আগুন দেওয়া হয়। এই ঘটনাটি তদন্ত করা হচ্ছে, জানান ওসি।’


