বরিশাল
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন চান ৮৬ শতাংশ শিক্ষার্থী
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ছাত্র সংসদ নির্বাচনের দাবিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মতামত জানতে গণভোটের আয়োজন করে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল, ববি শাখা। ৮৬৯৭ জনের মধ্যে ১১৪৫ জন ভোটার এতে অংশগ্রহণ করে। এর মধ্যে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৯৮৭টি, যা ৮৬.২ শতাংশ। ‘না’ ভোট পড়েছে ১৩২টি, যা ১১.৫ শতাংশ। ২.৩ শতাংশ ভোট বাতিল হয়েছে।
বুধবার (৩০ জুলাই) দুপুর সাড়ে ৪টায় ভোটের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার তানজিদ শাহজালাল ইমন, মেহেরাব হোসেন, সাব্বির মাহমুদ ও ইমদাদুল।
এরআগে গত ২২ জুলাই থেকে শুরু হয়ে ৪ দিন পর্যন্ত অনুষ্ঠিত হয় এই ভোটগ্রহণ।
গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সভাপতি ছায়েদুল হক নিশান বলেন, ছাত্রসংসদ হলো বিভিন্ন গণতান্ত্রিক মতাদর্শের শিক্ষার্থীদের একত্রিত হওয়ার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। অথচ দীর্ঘদিন ধরে সেই প্ল্যাটফর্মকে অকার্যকর করে রেখে শিক্ষার্থীদের জন্য এককভাবে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এসব সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় শিক্ষার্থীদের কোনো সম্পৃক্ততা নেই, ফলে প্রকৃত অর্থে তাদের অংশগ্রহণও নিশ্চিত হচ্ছে না। আজকের গণভোটে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৮৬ শতাংশ ভোটার ছাত্রসংসদ নির্বাচনের পক্ষে রায় দিয়েছেন।
তিনি আরও বলেন, আমরা মনে করি, এই ভোট শুধু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নয়, বরং সারাদেশের শিক্ষার্থীদের মতামতের প্রতিফলন। যদি দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের জরিপ করা হয়, তাহলে দেখা যাবে, শিক্ষার্থীরা একই রায়ই দেবেন।
গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সংগঠক সুজয় শুভ বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীজন হলো তার শিক্ষার্থীরা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, ৭৩ এর অধ্যাদেশে পরিচালিত চারটি বিশ্ববিদ্যালয় ছাড়া দেশের অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে ছাত্রসংসদ কিংবা গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন বা ইউজিসির কোনো কার্যকর উদ্যোগ নেই। এতে শিক্ষার্থীদের মতামতকে পুরোপুরি উপেক্ষা করা হচ্ছে। বর্তমান সময়ে, বিশেষ করে জুলাই-পরবর্তী প্রেক্ষাপটে, শিক্ষার্থীরা আর দখলদারিত্বের রাজনীতিতে ফিরতে চায় না। তাই ছাত্রসংসদ গঠনের মাধ্যমে শিক্ষার্থীদের মতামত প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা জরুরি।