বরিশাল
স্ত্রীর সাথে পরকীয়া : অমানুষিক নির্যাতনে উদ্যোক্তার মৃত্যু
স্ত্রীর সাথে পরকীয়ার বিষয়টি জানতে পেরে চরম ক্ষুব্ধ হন স্বামী। কৌশলে পরকীয়া প্রেমিক তাপস চন্দ্র মন্ডলকে বাড়িতে দাওয়াত দিয়ে নিয়ে সহযোগিদের সহায়তায় স্ত্রীর পরকীয়া প্রেমিককে বেঁধে অমানুষিক নির্যাতন করে।
খবর পেয়ে স্থানীয়রা মুমূর্ষ অবস্থায় তাপস মন্ডলকে উদ্ধার করে প্রথমে উপজেলা হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় পরিবারের লোকজনে তাপস মন্ডলকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
সেখানে টানা ২১ দিন চিকিৎসাধীন অবস্থায় তাপস মন্ডল মৃত্যুবরন করেন। সে (তাপস) বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের কালিকাপুর গ্রামের মুক্তেশ্বর মন্ডলের ছেলে। দীর্ঘদিন থেকে তাপস মন্ডল মুলাদী উপজেলার চরকালেখান ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা হিসেবে কাজ করে আসছিলেন।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দিবাগত রাতে মুলাদী থানার ওসি মো. সফিকুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে এখনও কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মৃত তাপসের বাবা মুক্তেশ্বর মন্ডল বলেন-আমার ছেলেকে বাড়িতে দাওয়াত দিয়ে নিয়ে অমানুষিক নির্যাতন করা হয়েছে। ওই নির্যাতনে গুরুত্বর আহত হয়ে টানা ২১দিন চিকিৎসাধীন অবস্থায় বুধবার দিবাগত রাত চারটার দিকে তাপসের মৃত্যু হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরে করা হবে।
বিভিন্ন সূত্রে জানা গেছে, তাপস চন্দ্র মন্ডল চরকালেখান ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা হিসেবে কাজ করে আসছিলেন। সে সুবাধে তাপস মন্ডল নোমরহাট এলাকার বাসিন্দা জিতেন কুমার মন্ডলের ছেলে স্বপন মন্ডলের বাড়ির একটি ঘরে ভাড়ায় থাকতেন। ওই সুবাদে স্বপন মন্ডলের স্ত্রীর সাথে তাপসের পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানতে পেরে স্ত্রীর সাথে সম্পর্ক মেনে নিতে পারেননি স্বপন।
সূত্রে আরও জানা গেছে, গত অক্টোবর মাসে স্বপন মন্ডল ও তার লোকজনের সাথে তাপসের সালিশ বৈঠক হয়। পরে মুক্তেশ্বর মন্ডল তার ছেলেকে মালয়েশিয়া পাঠিয়ে দেয়। কিন্তু তাপস সেখানে ছয়দিন অবস্থান করে বাংলাদেশে ফিরে আসে।
মুক্তেশ্বর মন্ডল জানান, তাপসের দেশে ফেরার খবর পেয়ে স্বপন কয়েকজন লোক নিয়ে তাদের বাড়িতে গিয়ে নিজের ভুল স্বীকার করে তাপসকে তাদের বাড়িতে দাওয়াত দেন। তাপস গত ২৩ অক্টোবর রাতে স্বপনের বাড়িতে আসার পর পরই স্বপন ও তার লোকজনে তাপসের হাত-পা বেঁধে ফেলেন। পরবর্তীতে তাকে (তাপস) বেধরক পিটিয়ে মারাত্মক আহত করেন।
মুক্তেশ্বর মন্ডল অভিযোগ করে বলেন-নির্যাতনের একপর্যায়ে তাপস জল (পানি) পান করতে চাইলে তাকে কীটনাশক পান করানো হয়। এসময় তাপসের চিৎকারে পার্শ্ববর্তী বাড়ির লোকজনে বিষয়টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিরাজুল ইসলাম সরদারকে জানান।
পরবর্তীতে ইউপি চেয়ারম্যান লোকজনের সহায়তায় তাপসকে উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে ওইদিন রাতেই তাকে (তাপস) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে ২১দিন চিকিৎসাধীন থাকার পর বুধবার দিবাগত গভীর রাতে তাপসের মৃত্যু হয়।
মৃত তাপসের বাবা মুক্তেশ্বর মন্ডল বলেন, স্বপন মন্ডলের অনুরোধে তার বাড়িতে দাওয়াতে গিয়েছিলো তাপস। সেখানে যাওয়ার পর স্বপন মন্ডল ও তার লোকজনে অমানুষিক নির্যাতন করে মুখে বিষ ঢেলে তাপসকে হত্যা করেছে। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হবে।
চরকালেখান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম সরদার বলেন, গত ২৩ অক্টোবর স্বপন মন্ডলের বাড়ি থেকে তাপসকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছিলো। বিষয়টি থানা পুলিশকে তাৎক্ষণিক অবহিত করা হয়।
অভিযুক্ত স্বপন মন্ডল উদ্যোক্তা তাপসকে নির্যাতনের বিষয়টি অস্বীকার করে বলেন, তাপস বাড়িতে ঢোকার আগেই কীটনাশক পান করেছে। তাকে বাঁচাতে বমি করানোর চেষ্টা করা হয়েছিলো।


