দশমিনা
মানসিক ভারসাম্যহীন ব্যক্তির কাছে পাওয়া গেল প্রায় লাখ টাকা
পটুয়াখালীর দশমিনা উপজেলার সদর ইউনিয়ন পরিষদের নিচে ৩-৪ মাস ধরে অবস্থান করছিলেন মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি। তাঁর বয়স আনুমানিক ৬০ বছর। মুখে বড় দাড়ি-মোচ, মাথায় ঝাঁকড়া চুল। পথচারীদের প্রশ্নে তাঁর একটাই উত্তর ছিল, ‘আল্লাহ মালেক সাই’।
বুধবার বিকেলে ‘উপজেলা ছাত্রদল মানবিক ফাউন্ডেশন নামের একটি সংগঠনের উদ্যোগে ওই ব্যক্তিকে প্রথমে খাবার খাওয়ানো হয়। পরে তাঁকে গোসল করানো, চুল-দাড়ি ছাঁটা ও পরিষ্কার কাপড় পরানোর ব্যবস্থা করে সংগঠনটি। গোসল করানোর সময় তাঁর কাছে থাকা কাপড়ের ভাঁজ ও বিভিন্ন স্থানে লুকানো অবস্থায় পাওয়া যায় ১০, ২০, ৫০, ১০০, ৫০০ ও ১০০০ টাকার বেশ কিছু নোট। সব মিলিয়ে টাকার পরিমাণ দাঁড়ায় ৮৪ হাজার ৬২৫ টাকা। পরে ওই টাকা দশমিনা থানায় জামা দেওয়া হয়।
এ বিষয়ে উপজেলা ছাত্রদল মানবিক ফাউন্ডেশনের সভাপতি আবুল বশার বলেন, ‘পাগলের ছদ্মবেশে সমাজে অনেক দাগি অপরাধীও থাকতে পারে। আমরা শুধু অসহায়দের সহায়তা করেই থেমে থাকি না, সমাজের জন্য সচেতনতার কাজও করি। মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তিকে গোসল করিয়ে যখন কাপড় বদলাচ্ছিলাম, তখনই টাকা পাওয়া যায়। পরে সব টাকা থানায় জমা দিয়েছি।’
দশমিনা থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) ইমাম মেহেদী বলেন, দশমিনা ছাত্রদল মানবিক ফাউন্ডেশনের সভপতি আবুল বশার ৮৪ হাজার ৬২৫ টাকা জমা দিয়েছেন। ওসি সাহেব আসুক, তারপর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।