আমতলি
বরগুনায় ছাগলে গাছ খাওয়া নিয়ে দুই পরিবারের সংঘর্ষ, নারীসহ আহত ৩
বরগুনার আমতলী উপজেলায় ছাগলে ফুলের গাছ খাওয়াকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক নারীসহ অন্তত তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) উপজেলার সদর ইউনিয়নের সিকান্দারখালী গ্রামে এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় একজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে মোঃ মামুন মিয়ার একটি ছাগল প্রতিবেশী নশা পঞ্চায়েতের ফুলের বাগানে ঢুকে পড়ে। এ নিয়ে মামুনের স্ত্রী জান্নাতুল ফেরদাউস ও নশার স্ত্রী তাসলিমার মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে দুপুর তিনটার দিকে নশা পঞ্চায়েত ও তার ছেলে আলামিনের নেতৃত্বে ১০-১৫ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে মামুনের বাড়িতে হামলা চালায়। তারা ঘরের জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে ভাত খাওয়ার সময় মামুনকে এলোপাতাড়ি মারধর করে। তাকে রক্ষা করতে এগিয়ে এলে মামুনের বাবা হুমায়ুন কবির ও মা মোরশেদা বেগমও হামলার শিকার হন। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে হুমায়ুন কবিরের হাতে কোপ দেয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক মামুন মিয়াকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
এদিকে ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে বলে জানা গেছে।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জানান, আহত মামুনের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে এবং তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল পাঠানো হয়েছে।
এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



