বরিশাল
বরিশাল বিভাগে একমাত্র নারী প্রার্থী ইলেন ভুট্টো
নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭ আসনে নিজেদের প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এরমধ্যে বরিশাল বিভাগে (ঝালকাঠি ও নলছিটি-২) একমাত্র নারী প্রার্থী হলেন ইসরাত সুলতানা ইলেন ভুট্টো।
সোমবার (৩ নভেম্বর) গুলশান বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঘোষিত তালিকায় ঝালকাঠি-২ আসনে মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইসরাত সুলতানা ইলেন ভুট্টো। এর মাধ্যমে বরিশাল বিভাগে একমাত্র নারী প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো।
দলীয় সূত্রে জানা গেছে, গত কয়েক সপ্তাহ ধরে ইলেন ভুট্টো ঝালকাঠি-২ আসনের বিভিন্ন এলাকায় গণসংযোগ লিফলেট বিতরণ ও কর্মী-সমর্থকদের নিয়ে মাঠপর্যায়ে সক্রিয় রয়েছেন।
ঝালকাঠি সদর ও নলছিটি উপজেলায় তার প্রচারণায় স্থানীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। ঝালকাঠির দুইটি আসন— ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) ও ঝালকাঠি-২ (সদর-নলছিটি)। এদিকে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে এখনও বিএনপি প্রার্থী ঘোষণা করা হয়নি।
দলীয় সূত্র বলছে, এ আসনে কেন্দ্র থেকে পরে সিদ্ধান্ত জানানো হবে। জেলা বিএনপির নেতারা বলছেন, নির্বাচন ঘনিয়ে আসায় দ্রুত প্রার্থী ঘোষণা মাঠপর্যায়ে সংগঠনে গতি আনতে সহায়ক হবে। ইসরাত সুলতানা ইলেন ভুট্টোর নাম ঘোষণায় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ ও আনন্দ বিরাজ করছে



